×
বিনোদন

দিব্যা ভারতীর ছোট বোনকে চেনেন? সৌন্দর্যের দিক থেকে ঐশ্বর্য রাইও ফেল তার কাছে

Advertisements
Advertisements

বলিউডের বিখ্যাত প্রয়াত অভিনেত্রী ‘বিদ্যা ভারতী’ (Divya Bharati) কে সকলেরই মনে আছে। ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে দর্শক মনে আলাদাই জায়গা করে নিয়েছিলেন, অপরূপ সুন্দরী দিব্যা ভারতী। তবে ১৯৯৩ সালে ৫ই এপ্রিল তার আকস্মিক মৃত্যু ঘটে। তার রহস্যজনক মৃত্যুর জট, আজ পর্যন্ত ছাড়াতে পারেনি কেউ। মাত্র ১৯ বছর বয়সেই বলিউডের অন্যতম সুন্দরী নায়িকার মৃত্যু ঘটে, ফ্লাটের জানালা থেকে পড়ে। সেই নৃশংস দিন এখনো সকলেই মনে রেখেছে।

Advertisements

তবে এবার দিব্যা ভারতীর পাশাপাশি তার বোন ‘কায়নাত অরোরা’ (kainaat Arora) রীতিমতো চমক দিচ্ছে সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে তিনি শুধুমাত্র অভিনেত্রী নন, একজন বড় গায়িকা। এ ছাড়া মডেলিং-এর সাথেও যুক্ত রয়েছে কায়নাত।

 

View this post on Instagram

 

Shared post on

2019 Women’s World Cup schedule, bracket, Carole Chazoule on TV

একটি সাক্ষাৎকারের মাধ্যমে কায়নাত জানিয়েছিল, দিব্যা তার নিজের দিদি নয়; দূর সম্পর্কের এক দিদি। কিন্তু দিব্যা বেঁচে থাকলে টিভির পর্দায় একসাথে তারা কাজ করতে পারতো, এমনটাও আপসোস করেছে সে। তবে কায়নাত তার সন্দেহ সম্পর্কে জানিয়ে বলেছেন, এখনকার সিনেমার জগতের সাথে দিব্যা মোটেই মানিয়ে নিতে পারত না। তবে বোনকে একাধিকবার বলিউডে তার দিদির সাথে তুলনা টেনে নানান মন্তব্য করা হয়েছে।

 

View this post on Instagram

 

Shared post on

2019 Women’s World Cup schedule, bracket, Carole Chazoule on TV

কায়নাত ২০১০ সালে বলিউডের ‘খাট্টা মিঠা’ ছবির মাধ্যমে সর্বপ্রথম ডেবিউ করে। তবে উপযুক্ত অভিনয় করার উদ্দেশ্যে বেশ কিছুদিন অভিনয় জগত থেকে দূরে ছিলেন তিনি। ২০১১ সালে তামিল ছবি ‘মনকন্ঠ’ তে দেখা মিলেছিল তার। এরপরে আবারও ২০১৩ সালের গ্র্যান্ড মাস্তিতে বলিউডে অভিনয় করেন তিনি। চলতি বছরে হিন্দি ছবি ‘ইস্ক পশমিয়া’ তে দেখা মিলেছিল তার।

Advertisements