বর্তমান সময়ে দাঁড়িয়ে সিরিয়াল গুলির চাহিদা বিপুল পরিমানে বেড়েছে। সন্ধ্যে হলেই টিভির সামনে মা ঠাকুরমারা তাদের প্রিয় ধারাবাহিক গুলি দেখতে বসে যান, সারাদিনের ক্লান্তি দূর করার মোক্ষম ওষুধ হলো এই সিরিয়াল। স্টার জলসা এবং জি বাংলার বিভিন্ন ধারাবাহিক দর্শকের অত্যন্ত পছন্দের ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম একটি হলো স্টার জলসার ধারাবাহিক ‘খেলাঘর’।
View this post on Instagram
স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিক এর মূল চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder)। ইন্ডাস্ট্রিতে প্রথমে তিনি একজন মডেল হিসেবে কাজ শুরু করেছেন, পিসি চন্দ্র এর হয়ে মডেলিং জগতে পা রাখা তার। সেখান থেকেই সুযোগ আসে ধারাবাহিকে কাজ করার। তার প্রথম ধারাবাহিক স্টার জলসার খেলাঘর এখান থেকে তার জনপ্রিয়তার শুরু।
View this post on Instagram
মডেলিং এবং অভিনেত্রী হওয়ার পাশাপাশি স্বীকৃতি একজন গায়িকা এবং ভালো নৃত্যশিল্পী ও বটে। স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড তাকে নাচতে দেখা গিয়েছে তার নাচে মুগ্ধ হয়েছেন দর্শকেরা সকলে। এর আগে তিনি সরোজ গুপ্ত ক্যান্সার রিসার্চ ইন্সটিটিউটে একজন ফেলো হিসেবে কাজ করেন এরপর মার্কেটিং ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন স্বীকৃতি।
View this post on Instagram
এত সমস্ত কিছুর সামলেও সোশ্যাল মিডিয়াতে দারুন সক্রিয় অভিনেত্রী। মাঝেমধ্যে বিভিন্ন ছবি এবং ভিডিও আপলোড করতে থাকে নিজের ইনস্টাগ্রাম একাউন্ট সবমিলিয়ে সর্বগুণসম্পন্না আমাদের স্বীকৃতি অর্থাৎ খেলাঘর ধারাবাহিকের পূর্ণা।