×
বিনোদন

ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল স্টুডিও থেকে! ১৪ বছরের অভিনয় জীবন নিয়ে অকপট অভিনেতা দেবত্তম

Advertisements
Advertisements

বাংলা ধারাবাহিকের অতি জনপ্রিয় এক তারকা ‘দেবত্তম মজুমদার’ (Debottam Majumder)। দর্শকেরা এই অভিনেতাকে খুব ভালো করেই চেনে। সুঠাম সুশ্রী গঠনের এই অভিনেতা ইতিমধ্যেই দর্শকদের মনিকোঠায় জায়গা করে নিয়েছে। মুখ্য চরিত্র থেকে পার্শ্বর চরিত্র, সবেতেই তার অভিনয় সকলের মন জয় করে নেয়। তবে অভিনয়ের পথ চলাটা যে এতটাও সহজ ছিল না তার জন্য সেই কথাই এবার তুলে ধরলেন দেবত্তম।

Advertisements

প্রায় ১৪ বছর ধরে অভিনয় জীবনের সাথে যুক্ত হয়েছেন তিনি। ইটিভি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’র দ্বারা সর্বপ্রথম অভিনয় জীবনে পদার্পণ করেছিলেন। তার আগে অবশ্য থিয়েটারের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তবে তাকে অধিক জনপ্রিয়তা এনে দিয়েছি জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘কেয়া পাতার নৌকো’ সেখানে মুখ্য চরিত্রে ছিলেন তিনি।

বর্তমানে দেবোত্তম বাংলার দুই জনপ্রিয় সিরিয়াল ‘গুড্ডি’ এবং ‘সোহাগ চাঁদ’এ কাজ করছেন। এই দুটি সিরিয়ালেও তার অভিনয় সমান ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকদের কাছে। তবে প্রথম জীবনের বেশ কিছু তিক্ত কাহিনী তিনি তুলে ধরেছেন সকলের সামনে। তিনি জানিয়েছেন, অভিনয় জীবনে আসার আগে তিনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে কাজ করতেন। তবে অভিনয়কে ভালোবাসার জন্য চাকরি ছাড়তে বাধ্য হন তিনি।

অভিনয় জীবনে আসার জন্য অনেক স্ট্রাগল করতে হয়েছিল তাকে। অনেক লাঞ্ছনা-বঞ্চনাও সহ্য করেছিলেন তিনি। তবে প্রথম থেকেই তার পাশে ছিলেন তখনকার সময়ে তার প্রেমিকা এবং বর্তমান স্ত্রী। এখনো অবশ্য পরিবার, স্ত্রী, মেয়েকে নিয়েই অধিকাংশ সময় কাটান তিনি। এমনকি অন্যান্য তারকাদের মত নিজেকে কোন সময় লাইমলাইটে আনেনা সে। সাক্ষাৎকারে বলেছেন, একসময় এনটিওয়ান স্টুডিওর একজনের সাথে দেখা করতে গিয়েছিলেন দেবোত্তম। সেই সময় তাকে দেখা করতে দেওয়া তো দূর, রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছিল তারা। সেই সময় তিনি রীতিমতো কেঁদে ফেলেছিলেন এবং কেন তাকে কেন তাড়িয়ে দেওয়া হচ্ছে, সেটি তিনি ভাবছিলেন! তবে এখন অবশ্য তিনি জানিয়েছেন, সেই দিনের প্রত্যাখ্যানের জন্যই হয়তো আজকে তিনি এত বড় একটি জায়গায় আসতে পেরেছেন।

Advertisements