ভিকি কৌশলের জন্য মা হতে পারছেন না ক্যাটরিনা কাইফ! সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

টিভির ওপারে থাকা তারকাদের নিয়ে চর্চা কোন নতুন বিষয় নয়। বরাবরই তারকা জুটিরা চর্চিত হয়ে থাকে সোশ্যাল মিডিয়ার পাতায় আর এই তালিকাতেই রয়েছে জনপ্রিয় জুটি ‘ভিকি কৌশল’ (Vicky kaushal) এবং ‘ক্যাটরিনা কাইফ’ (Katrina kaif)। ২০২১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। বলিউডের অন্যতম সফল তারকা তারা দুজনেই। তবে তাদের জীবনে সবকিছুই হয়েছে গোপনীয়তা বজায় রেখে। বিয়ে থেকে শুরু করে প্রেম, সবকিছুই আড়ালে-আবদালে করেছেন।
যদিও বিয়ের পর সকলের নজর কেড়েছে এই জনপ্রিয় জুটি। বয়সের ফারাক থাকলেও একসাথে দুজনকে যে বেশ মানায়, তা স্বীকার করেছে সকলেই। মিষ্টি ফ্রেমে বারংবার সকলকে চমকিত করেছে তারা। ভিকিও যে সত্যিই কেয়ারিং এক হাসবেন্ড, তার প্রমাণ পেয়েছে সকলে। কাজের মাঝেও নিজেদের মতন করে সময় কাটান এই তারোকা দম্পতি। তবে এবার এক ভিন্ন বিষয়ের জন্য চর্চার পাতায় এলেন তারা।
শোনা গেছে ক্যাটরিনা কাইফ নাকি মা হতে চান কিন্তু তা পারছেন না ভিকি কৌশলের জন্য! এক সাক্ষাৎকারে এসে জানান তাদের সন্তান না হওয়ার কারণ তিনি নিজেই। দুজনেই অভিভাবকত্ব পালন করতে চান কিন্তু এই মুহূর্তে তা আর হয়ে উঠছে না আর কি তার কারণ এবার সেটাই খোলামেলাভাবে জানালেন ভিকি।
তিনি বলেন ক্যাটরিনা এখন কাজের জন্য বেশ ব্যস্ত রয়েছে। মা হওয়ার মত সময় তার কাছে নেই। এখন তিনি আরো বেশি করে ক্যারিয়ারে মনোযোগ দিতে চান আর সেটিকে পূর্ণ সমর্থন করেছেন ভিকিও। সেই কারণেই এই মুহূর্তে তাদের বাবা-মা হয় ওঠা সম্ভব নয়।