গুরুতর অসুস্থ কপিল শর্মা! হুইলচেয়ারে ঘুরছেন বলিউডের বিখ্যাত কমেডিয়ান, দেখুন ভিডিও

একি অবস্থা হলো কপিল শর্মার!! কপিল শর্মাকে দেখা গেলো হুইল চেয়ারে বসে বিমানবন্দরে ঢুকতে। কিন্তু কেনো এই অবস্থা হলো তার! কে করলো তার এই অবস্থা! বর্তমানে টেলিভিশনের জগতের অন্যতম মুখ কপিল শর্মাকে আমরা সকলেই চিনি। তার হাসানোর দক্ষতার মাধ্যমে তিনি খুব কম সময়ের মধ্যে টেলিভিশন জগতে দর্শকদের মনে এক বিশেষ জায়গায় করে নিয়েছেন বললেই চলে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তাকে হঠাৎই দেখা গেলো, হুইল চেয়ারে বসে বিমানবন্দরে ঢুকতে। সেখানে সেই সময় উপস্থিত ছিলেন রিপোর্টরা।
আর তাদেরকে দেখেই চিৎকার করে ওঠেন কপিল। যদি ও বিষয়টি শুধু এখানেই শেষ নয়, তিনি পাপারাৎজিকে দেখে ‘উল্লু কে পাঠ্ঠে’ বলে তিরষ্কার করে চিৎকার করে উঠেছিলেন। সম্প্রতি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর নেটিজনদের মনে হাজার এক কৌতুহলের প্রশ্ন উঠে এসেছে। ভিডিও টি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওযার পর তা তুমুল ভাইরাল হয়ে যায়।
প্রসঙ্গত, অন্যদিকে জানা যায় যে, ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর দ্য কপিল শর্মা শো বন্ধ হয়ে যায়। তবে কেন হঠাৎ কপিলের শো বন্ধ হচ্ছে, তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে নেটিজেনদের ও দর্শকদের মনে। যদিও এখনো ও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি কেউই। তবে তিনি এক সাক্ষাৎকারে বলেন, খুব শীঘ্রই তিনি আবার দ্য কপিল শর্মা শোর শ্যুটিং ফ্লোরে ফিরতে চলেছেন।
তবে,খবর সূত্রে জানা যায় যে, দ্য কপিল শর্মা শোয়ের নির্মাতারা জানান যে , আসলে অনুষ্ঠানের ফরম্যাটে কিছু পরিবর্তন করা হবে। আর সেই কারণেই কিছুদিনের জন্য শো টি বন্ধ রাখা হয়েছে। তবেই তারা এটাও বলেন যে, আবার ও খুব শীঘ্রই শো টি দর্শকদের সামনে তুলে ধরার ব্যবস্থা করা হচ্ছে। এই শো তে আমরা কপিলের, কিকু সারদা, ক্রুষ্ণা অভিষেকের ও ভারতী সিংকে দেখতে পাই।
View this post on Instagram
এ কথা বলতেই হয় যে, কপিলের শো সকল দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। আমি আপনি প্রায় সকলেই জানি যে , টেলিভিশন জগতের এটি খুবই জনপ্রিয় একটি রিয়েলিটি শো। তাই সম্প্রতি কপিল শর্মার ওই অবস্থার ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর তা তুমুল ভাবে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।