×
বিনোদন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন কণীনিকা!

Advertisements
Advertisements

বাংলা প্রথম থেকেই রাজনীতির প্রাণকেন্দ্র হয়ে থেকেছে। ইংরেজ আমলের শুরুতেই বাংলা হয়ে উঠেছিল শাসনের রাজধানী। শুধু ইংরেজ আমলের কথা বললে ভুল হবে। ইতিহাস বলছে ভারতের মাটিতে যত শাসক এসেছে সকলেরই প্রধান কেন্দ্র ছিল এই গঙ্গা তীরবর্তী বাংলা। এই মাটিতেই জন্মেছে ‘নেতাজি সুভাষচন্দ্র বোস’ (Netaji Subhaschandra Bose) থেকে শুরু করে বিনয় বাদল দিনেশ। এই মাটিতেই জন্মেছেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি ‘প্রণব মুখার্জি’ (Pranab Mukherjee)।

Advertisements

শুধু এখানেই শেষ নয় লোকসভার প্রাক্তন স্পিকার ‘সোমনাথ চট্টোপাধ্যায়’ও (Somnath Chatterjee) এই বাংলার সন্তান। বহু রাজনৈতিক উত্থান পতন দেখেছে এই বাংলা। ৩৪ বছরের বাম দূর্গকে নিমেষের মধ্যে মিলিয়ে যেতে দেখেছে বাংলা আর এবার সেই ইতিহাস নিয়েই বড় পর্দায় আসতে চলেছে সিনেমা। অভিনেত্রী ‘কনীনিকা বন্দ্যোপাধ্যায়’ (Kaneenika Banerjee) অভিনয় করছেন ‘সুকন্যা’ নামের এই চলচ্চিত্রে।

ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী সাজে একটি ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে অবিকল মুখ্যমন্ত্রী ‘মমতা বন্দ্যোপাধ্যায়’র (Mamata Banerjee) মতো নীল পার সাদা শাড়ি পরে রয়েছেন অভিনেত্রী। পরিচালক উজ্জ্বল মিত্র পরিচালিত এই চলচ্চিত্রের প্রেক্ষাপট ২০০৬ সালের সিঙ্গুর আন্দোলনের দৃশ্য, যা ৩৪ বছরের বাম রাজত্বের ভিতকে নাড়িয়ে দিয়েছিল।

 

View this post on Instagram

 

Shared post on

2019 Women’s World Cup schedule, bracket, Carole Chazoule on TV

শুধু এখানেই শেষ নয়, চমক হিসেবে থাকছে তৃণমূলের বিধায়ক শান্তনু সেনের অভিনয়। আর মুখ্য চরিত্র দুর্গার ভূমিকায় দেখা যাবে শ্রেয়সী ঘোষকে। যার বাবা ছিল সেই আন্দোলনের একজন পথিক।

Advertisements