সৌন্দর্য্যে মা কাজলের থেকেও চারগুণ এগিয়ে! স্টারকিড নায়শার রূপে মুগ্ধ নেটজনতা

অন্যান্য সকল ষ্টারকিডের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতায় অধিক চর্চিত অজয় দেবগন (Ajay Devgan) এবং কাজলের (kajal) কন্যা নায়সা দেবগন (Naysa Devgan), প্রায়শই খবরের হেডলাইনে তার দেখা মেলে। চলতি বছরই শাহরুখ-পুত্র আরিয়ান খান ও শ্রীদেবী-কন্যা জান্নবী কাপুরের সাথে দীপাবলি পালন করতেও দেখা গেছে তাকে। শোনা যায় ইভেন্ট ম্যানেজার বেদান্ত মহাজন (veranda Mahajan)- এর সাথে সম্পর্ক রয়েছে নায়িকার। সোশ্যাল মিডিয়ায় এই স্টারকিডের নানান মুহূর্ত ভাইরাল (viral) হয়।
বর্তমানে নায়িকা পড়াশোনা করার জন্য বিদেশে গেছে এবং সেখানেই পার্টির ছবি একাধিক বার ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার পাতায়। অনেকেই আবার মনে করেছে হয়তো ভবিষ্যতে বাবা-মায়ের মতোন নায়শাও বলিউডে পদার্পণ করবে। সম্প্রতি তার বিশেষ কয়েকটি ছবিকে ঘিরে শোরগোল পরেছে নেটদুনিয়ার পাতায়। তার ছবি দেখেই বোঝা গেছে নিজেকে যথেষ্ট গ্রুমিং করেছেন তিনি।
View this post on Instagram
ভাইরাল হওয়া ছবিগুলিতে নায়েশার পরনে ছিল ফ্যাশন ডিজাইনার অনিতা ডোংরের তৈরি করা সবুজ রঙের লেহেঙ্গা-চোলি। চোলিটি ছিল ডিপ নেক এবং স্প্যাগেটি স্লিভসের, যার ফলে নায়িকার ক্লিভেজ ছিল উন্মুক্ত। একদিকে দোপাট্টা মেরে ধরেছিল নায়শা। এর সাথেই গলায় তিনি পড়েছিলেন লাল রঙের স্টোন বসানো চোকার, কানে ছোট্ট ইয়াররিং এবং হাতে সোনালী রঙের ব্রেসলেট। ওয়েভি সেট করা তার ছিলো তার চুল। পোশাকটি ছিল প্রিন্টেড এবং সবুজের সাথে নীলের ছোঁয়া ছিল সামান্য। স্বাভাবিকভাবেই এত সুন্দর একটি পোশাকে সকলের নজর কেড়েছেন তিনি।