কাজলকে ঠকিয়ে ছিল অভিনেতা সালমান খান! বিগ বসের মঞ্চে এতদিন পর সেই কথা ফাঁস করলেন অভিনেত্রী

বলিপাড়ার দুই অন্যতম জনপ্রিয় তারকা ‘কাজল’ (Kajaal) এবং ‘সালমান খান’ (Salman Khan)। বরাবরই সালমান খানের সাথে বেশ মজাদার সম্পর্ক রয়েছে কাজলের। ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। এই সিনেমায় একটি সিন ছিল, যেখানে চোখের পাতা না ফেলে সালমান ও কাজল দুজনকে দুজনের দিকে তাকিয়ে থাকতে হবে। এবার বিগবসের মঞ্চে এসে সেই স্মৃতিচারণ করলেন কাজল।
জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর এক অন্যতম ভূমিকায় রয়েছেন ‘সালমান খান’। সেই সুত্রেই কাজল তার আসন্ন ছবি ‘সানাম ভেঙ্কি’র প্রচারে এসেছিলেন আর সেখানে এসেই পুরনো স্মৃতিচারণ করেছেন অভিনেত্রী। সেখানে এসে তিনি জানিয়েছিলেন, সালমান খান তাকে ঠকিয়েছিল! আর সেটি হল সেই দৃশ্যটি শুটিং করার সময়।
ওই সিনেমার বিশেষ দৃশ্যটি শুটিংয়ের সময় পলক পড়ে গিয়েছিল কাজলের। সেই কারণে সালমান খানও পাল্টা সাফাই দিতে বলেছিলেন, তার চোখে কিছু ঢুকে গেছে! তাই ২৪ বছর পর কাজল সালমান খানের রিয়েলিটি শো-তে এসে, আবারও পলক না ফেলার খেলায় মত্ত হলেন। ‘শনিবার কি বার’ পর্বে সালমান খানের সেই দুষ্টুমিতে আবারও হার মানেন কাজল।
View this post on Instagram
বেশ কিছু বছর পর আবারও সালমান খান এবং কাজলকে, সেই শনিবারে মঞ্চে একসাথে দেখা গিয়েছিল। সেখানে অবশ্য সালমান খান কাজলের জন্য আরও একটি খেলার আয়োজন করেছিলেন। ওই খেলাতে কানে হেডফোন দিয়েছিলেন অভিনেত্রী এবং সালমান খান ইশারায় তাকে কিছু বোঝাচ্ছিলেন। স্বাভাবিক ভাবেই ওই বিশেষ পর্ব দেখে বিশেষভাবে আনন্দ প্রকাশিত করেছি দর্শকেরা।