×
বিনোদন

সালমান খানের স্ত্রী হতেন জুহি চাওলা, কিন্তু কেনো হল না তাদের বিয়ে, জানুন অন্দরের কথা

Advertisements
Advertisements

বলিউড অভিনেতা সালমান খানের বিরাজমান ক্ষমতা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। এক সময়ে বলিউডে রাজ করতেন তিনি। তার প্রতিপত্তি নিয়ে নতুন করে কিছুই বলার নেই। বহু অভিনেত্রীর সাথেই অভিনয় করেছেন তিনি। এর পাশাপাশি বহু অভিনেত্রীর সাথে তার সম্পর্ক গড়ে উঠেছিল। বর্তমানে বলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ তিনি।

Advertisements

বলিউডের লাভ গুরু বলে আখ্যা দেওয়া হয় ভাইজানকে। ঠিক যেমন তার অভিনয় দক্ষতা, সেরকম সকলের সাথে সুসম্পর্ক তৈরি করতে পারেন তিনি। এখন তার বয়স ৫৭ হলেও, তার সাথে বর্তমানে ভালবাসার সম্পর্কে নেই কারোর। শোনা যায় এক সময়ে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, ‘জুহি চাওলা’ (Juhi chahola) কে বিয়ে করার ইচ্ছা ছিল তার।

একটি পুরনো ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া পাতায়। যেখানে দেখা গেছে, সালমান খান জুহি চাওলাকে বিয়ে করতে চাইছেন। সময়টা ছিল ১৯৯০ সাল সেই সময় জুহি ছিলেন খুব মিষ্টি। তার বাবার কাছেও বিয়ের প্রস্তাব রেখেছিলেন সলমন। এরপরের ঘটনা জিজ্ঞাসা করা হয়েছিল তাকে এবং তিনি বলেছিলেন, হয়তো তাকে তাদের পছন্দ হয় না ।


১৯৯৭ সালে জুহি চাওলা এবং সালমান খান দিওয়ানা মাস্তানা ছবিতে একসাথে অভিনয় করেছিলেন। এর পরেই ব্যবসায়ী জয় মেহেতাকে বিয়ে করেন জুহি চাওলা। বর্তমানে দুই ছেলে-মেয়ে সহ সুখের সংসার তাদের।

Advertisements