×
বিনোদন

খোলামেলা পোশাকে প্রেমিকের সাথে ঘনিষ্ঠ জাহ্নবী কাপুর, ভাইরাল হল গোপন মুহূর্ত!

Advertisements
Advertisements

মায়ের মত শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুরও (Janvi Kapoor) বলিউডে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ইতিমধ্যে নিজের এক আলাদা ফ্যানবেস তৈরি করে নিয়েছেন তিনি। খুব অল্প ছবিতে অভিনয় করে সোশ্যাল মিডিয়ার পাতায় স্টার হয়ে উঠেছে জাহ্নবী! তার বিভিন্ন ছবি ভিডিও নিয়ে সর্বদাই চর্চা হতে থাকে দর্শকমহলে।

Advertisements

 

View this post on Instagram

 

Shared post on

কিছুদিনের মধ্যেই পুরী জগন্নাথের পরিচালিত ‘জনগণমন’ ছবিতে দেখা যাবে তাকে। চলতি বছরে মুক্তি পাবে সেই ছবি। এর পাশাপাশি গতবছর ‘মিলি’ এবং ‘গুড লোক জেরি’ এই দুটি ওয়েব সিরিজে দুর্দান্ত অভিনয় করেছিলেন
জাহ্নবী।

 

View this post on Instagram

 

Shared post on

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জাহ্নবীর দেওয়া একটি পার্টির ছবি ব্যাপক ভাইরাল হয়েছে। যেখানে প্রেমিক শিকড় পাহাড়িয়ার
সাথে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গেছে তাকে। পার্টিতে জাহ্নবীর পরনে ছিল একটি ডিপ নেকের এ লাইন সাদা শর্ট ড্রেস। এর সাথে বোল্ড মেকআপ করেছিলেন তিনি। ঠোঁটে ছিলো বেবী পিঙ্ক লিপস্টিক। অভিনেত্রীর সাথে ছিল অনন্যা পান্ডে, খুশি কাপুর, ওরহান সকলে।

 

View this post on Instagram

 

Shared post on

ছবিতে তার প্রেমিককে দেখা গিয়েছিল, অভিনেত্রী কোমরে হাত দিয়ে ছবি তুলতে। স্বাভাবিকভাবেই এই ছবি দেখে নেট মহলে চর্চা শুরু হয় অভিনেত্রীকে নিয়ে। যদিও দুর্দান্ত ফিগারে ক্লিভেজ দেখিয়ে, সকলের নজর কেড়েছিলেন তিনি। স্বাভাবিকভাবেই তার উষ্ণ লুক আরো বেশি জনপ্রিয়তা কুড়িয়েছিল ওই ছবিতে।

Advertisements