×
বিনোদন

ব্লাউজ ছাড়া ই ফিনফিনে শাড়িতে শরীর ঢাকলেন জাহ্নবী কাপুর, ঘুম উড়লো পুরুষ ভক্তকুলের

Advertisements
Advertisements

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘জাহ্নবী কাপুর’ (Janhvi kapoor)। মা শ্রীদেবী ৯০ দশকের অভিনেত্রী হলেও, নিজ দক্ষতায় বলিউডে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। বেশ কয়েকটি ছবির মাধ্যমে ইতিমধ্যে নিজের অনুরাগী সংখ্যাও বেশ বাড়িয়ে তুলেছে। বলিউড ছাড়াও এবার তেলেগু সিনেমাতেও পদার্পণ করতে চলেছেন তিনি।

Advertisements

কোরাতালা শিবা পরিচালিত এক নতুন ছবিতে দেখা যাবে জাহ্নবীকে। এর সাথে জুনিয়ার এনটিআরকেও দেখা যাবে। এই মাসের শেষের দিকেই ছবির আনুষ্ঠানিক ঘোষণা হবে বলে জানা গিয়েছে। তবে এইসবের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতা দিয়ে বেশ অ্যাক্টিভ শ্রীদেবী-কন্যা। প্রায়শই নিত্যনতুন গ্ল্যামারাস লুকে অনুরাগীদের নজর কাড়েন তিনি।

সম্প্রতি তাকে দেখা গেছে একেবারে সাবেকি সাজে। আবার তার সেই সাজে পাশ্চাত্যেরও ছাপ ছিল তা বলা বাহুল্য! তার পরনে ছিল একটি বাদামী রঙের ফিনফিনের শাড়ি। তবে শাড়ির সাথে তিনি কোন ব্লাউজ পরেননি। তার শরীরের প্রতিটি ভাঁজই ওই শাড়ির পাশ দিয়ে ছিল উন্মুক্ত। এর সাথে মুখে মানানসই মেকআপ করে ঠোঁটের নিউড লিপস্টিক দিয়েছিলেন তিনি। জুয়েলারি বিশেষ কিছু ছিল না, তবে নাকে ছিল একটি নোলক।

 

View this post on Instagram

 

Shared post on

MUTV | Subscribe to Unternehmen in Oberalm Man Utd TV or Stream Online

ছবির সাথে অভিনেত্রী সেরকম কিছু ক্যাপশন দেননি। তবে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে উঠেছিল তার এই সাজ। কমেন্ট বক্সে উপছে পড়েছিল অনুরাগীদের মন্তব্য। কেউ বলেছে, “আপনাকে দেখলেই প্রেমে পড়ে যাই”! তো কেউ বলেছে, “আপনার মায়ের মতই সুন্দরী আপনি”। আবার অন্য একজন লিখেছে, “ছবি দেখে উষ্ণতা অনুভব করছি”।

Advertisements