×
বিনোদন

Ankita Mallik : পুরনো জগদ্ধাত্রী অতীত, স্লিভলেস পোশাকে সকলকে চমকে দিল অভিনেত্রী

Advertisements
Advertisements

জি বাংলার এক অভি জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। এই ধারাবাহিকের মাধ্যমে মুখ্য চরিত্রে থাকা ‘অঙ্কিতা মল্লিক’ (Ankita Mallik) বেশ ভালোই জনপ্রিয়তা অর্জন করেছে। এটি তার প্রথম ধারাবাহিকে আর প্রথম ধারাবাহিকেই সে একেবারেই ছক্কা হাঁকিয়েছে, তা বলা বাহুল্য। ধারাবাহিকে দেখানো প্রতিটি সিন দর্শকদের মনে গেঁথে গেছে।

Advertisements

তবে পর্দাতে অঙ্কিতা যতই মারপিট করুক না কেন, আদতে পর্দার জগদ্ধাত্রীর সাথে বাস্তবের অঙ্কিতার কিন্তু কোন মিল নেই! অত্যন্ত শান্তশিষ্ট স্বভাবের অঙ্কিতা, হঠাৎ করেই বড় হয়ে এরকম একটি চরিত্রে অভিনয় করছেন। যা দেখে সকলেই চমকিত হয়ে উঠেছিল!

মডেলিং-এর মাধ্যমে কেরিয়ার শুরু করেছিল অঙ্কিতা। এর পরে পরিচালক স্নেহাশীষ চক্রবর্তীর হাত ধরে এত বড় সাফল্যের মুখ দেখে সে। পর্দার জগদ্ধাত্রীর চরিত্র মানেই একেবারে ভিন্ন স্বাদ। তবে সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই দেখা যায়, ৯০ দশকের অভিনেত্রী থেকে শুরু করি ওয়েস্টার্ন সাজে হট কেক; সব অবতারেআ ধরা দেন তিনি।

 

View this post on Instagram

 

Shared post on

Get answers to your biggest Unternehmen in Oberalm questions on Indeed. Disagreeing with the Garnishment. Average Hourly Rate for Burlington Coat Factory Employees Burlington.

ঠিক যেমন তার শাড়ি পড়ে ছবি ব্যাপক ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। ঠিক সেরকমভাবেই স্লিভলেস ওয়েস্টার্ন পোশাক পরেও সকলকে চমকিত করেছেন তিনি। সাথে নিজেকে বেশ মানানসই রূপে সাজিয়ে তুলেছিলেন। মুখে ছিলো মেকআপ আর ঠোঁটে গাঢ় লিপস্টিক। সকলেই তার প্রশংসা করতে ভোলেননি।

Advertisements