বাংলাদেশ থেকে এসে কলকাতার লেডি গোয়েন্দা! অভিনয়ে দুই বাংলার দর্শকের মন জয় করেছে ‘জগদ্ধাত্রী’ ওরফে ‘অঙ্কিতা’

জি বাংলার অতি জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। এই সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করছে নবাগত অভিনেত্রী ‘অঙ্কিতা মল্লিক’ (Ankita Mallik)। টিআরপি তালিকায় বেশ কয়েক মাস ধরেই শীর্ষ ভাগে রয়েছে এই সিরিয়াল। অনেকেই হয়তো জানে না এই জনপ্রিয় অভিনেত্রী কিন্তু বাংলাদেশের মেয়ে।
এপার বাংলা থেকে ওপার বাংলা সব জায়গায় নিজের আধিপত্য বিস্তার করেছে এই গোয়েন্দা অভিনেত্রী। পশ্চিমবঙ্গের পাশাপাশি পূর্ববঙ্গের মানুষেরাও টিভির পর্দায় বসে পড়ে তাকে দেখার জন্য। তার বাবা-মা অনেকেই এখনো বাংলাদেশে বসবাস করে। একান্নবর্তী পরিবারের মেয়ে অঙ্কিতা তার বয়স মাত্র ২২ বছর।
কলকাতায় থেকেই পড়াশোনার পাশাপাশি মডেলিংটা শুরু করেছিলেন তিনি। এরপরই সিরিয়ালে চান্স পেয়ে যান। জগদ্ধাত্রী ধারাবাহিকের মাধ্যমেই তার প্রথম অভিনয় জীবনের শুরু। জ্যাক সান্যালের ভূমিকায় অভিনয় করা অঙ্কিতা, ইতিমধ্যেই দর্শকমনে আলাদা তাই জায়গা তৈরি করে নিয়েছে।
তবে তার এই জনপ্রিয়তার পিছনে প্রযোজক স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের অবদান অনেক বেশি আর সেই কথা স্বীকার করেন অভিনেত্রী। এত কম বয়সে একজন দক্ষ অভিনেতা হয়ে উঠেছে সে। এপার বাংলা ওপার বাংলায় সকলেরই ভালোবাসা কুড়াচ্ছে।