×
বিনোদন

‘করিনা মরলে ভালই হত, তৈমুরের জন্ম হতো না’! বিস্ফোরক শর্মিলা ঠাকুর

Advertisements
Advertisements

তারকাদের সন্তানদের নিয়ে সবসময় দর্শকের আগ্রহ থাকে তুঙ্গে। সেই তালিকায় অগ্রভাগে রয়েছে করিনা কাপুর (karina kapoor) এবং সাইফ আলী খানের (Saif Ali khan) বড় পুত্র ‘তৈমুর’। জন্মানোর পর থেকেই বিতর্কের পাতায় নাম লিখিয়েছে। তার নাম নিয়ে সর্বপ্রথম বিতর্ক শুরু হয়েছিল।

Advertisements

তবে দেখতে দেখতে সময় অনেকটা এগিয়ে গিয়েছে।ইতিমধ্যে দ্বিতীয় ছেলের জন্ম দিয়েছে কারিনা কাপুর, নাম দিয়েছেন জাহাঙ্গীর।এমনিতেই হিন্দু মেয়ে হয়ে একটি মুসলিম ছেলেকে বিয়ে করার জন্য, নানান কটাক্ষ শুনতে হয়েছিল কারিনা কাপুরকে। পরবর্তীকালে তাদের ছেলে হওয়াতেও, আবারো নানান কটাক্ষমূলক মন্তব্য শুনতে হয় তাদের।

তবে এবার এইসব নিয়ে মুখ খুললেন সাইফ আলী খানের মা ‘শর্মিলা ঠাকুর’। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলেছে, কারিনা মরে গেলেই ভালো হতো তাহলে তৈমুর কেন জন্মাতো না।
এই প্রসঙ্গে শর্মিলা ঠাকুর বলেছে, তৈমুরের জন্মের পর থেকে অনেক ঝামেলা দেখেছেন, যা সারা জীবনে দেখেননি।

এমনকি অনেকেই করিনাকে শাপ শাপান্ত করে বলেছে, তিনি যদি জিকা ভাইরাসে আক্রান্ত হতেন তাহলে তৈমুরের জন্ম হত না। শর্মিলা ঠাকুর বলেছে, এরা কি সত্যিই মানুষ? না হলে কিভাবে একটি ছোট্ট বাচ্চার মৃত্যু কামনা করতে পারে! এই দুনিয়ায় এরকম লোকগুলোই বা কারা।

Advertisements