×
বিনোদন

কোরিয়ান ব্যান্ড BTS কে পিছনে ফেলে বিশ্ব রেকর্ড গড়লেন অলকা ইয়াগনিক, ২০২২-এ গায়িকার গান শোনা হয়েছে সব থেকে বেশি বার

Advertisements
Advertisements

গানের জগতে ‘প্লেব্যাক সিঙ্গিং-এর রানী’ যাকে বলা হয়, তিনি হলেন ‘অলকা ইয়াগনিক’ (Alka Yagnik)। মাত্র ১০ বছর বয়সে কলকাতা থেকে মায়ের হাত ধরে মুম্বাইয়ে পাড়ি দিয়েছিলেন তিনি। সর্বপ্রথম ৬ বছর বয়সে আকাশবাণীতে গান গেয়ে নিজের জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিলেন অলকা ইয়াগনিক। এরপর থেকেই গানের জগতে তার চলার পথ শুরু হয়েছিল। বর্তমানে তার মুকুটে জুড়লো এক নয়া পালক; ২০২২ সালে অলকা ইয়াগনিকের গাওয়া গান নিয়ে অধিক বার চালানো হয়েছে বলে, বিশ্ব রেকর্ড সৃষ্টি হল।

Advertisements

গ্রিনিস ওয়ার্ল্ড-এর রেকর্ড অনুযায়ী প্রতিদিন গড়ে ৪২ মিলিয়ন বার করে শোনা হয়েছে তার গান। অর্থাৎ বছরে মোট ১৫.৩ বিলিয়ন বার তার গান শোনা হয়েছে। এই রেকর্ড থেকেই স্পষ্ট হচ্ছে BTS-কেও পিছনে ফেলে দিয়েছে গায়িকা। যেখানে গত বছরের BTS- এর গান বাজানো হয়েছে গড়ে ৭.৯৫ মিলিয়ন বাড়ে। সেই অনুযায়ী এক নতুন বিশ্ব রেকর্ড তৈরি করে ফেলেছে গায়িকা। যদিও গত তিন বছর ধরে এই একই রেকর্ড ধরে রেখেছেন তিনি। ২০২১ সালের তার গান বেজেছিল ১৭ বিলিয়ন বার এবং ২০২০ সালে ১৬.৬ বিলিয়ন বার।

প্রায় তিন দশক ধরে গান গেয়ে দর্শকদের মনোরঞ্জন করে আসছেন এই গায়িকা। একসময় ৯০ দশকের সেরা গান মানে ছিলো অলকা ইয়াগনিকের কন্ঠ। তাকে বলিউডের ‘আইকনিক কন্ঠ’ বলেই ঘোষণা করা হয়। এই ৫৬ বছর বয়সি গায়িকা ২০২২ সালে ‘মোস্ট স্ট্রিমড অ্যাক্ট অন ইউটিউব’ তকমা পেয়েছেন।

এখনো পর্যন্ত প্রায় ২০ হাজারও বেশি গান গেয়েছেন অলকা ইয়াগনিক। তবে সেরা পাঁচের তালিকায় অলকা ইয়াগনিক বাদেও রয়েছে আরও তিনজন ভারতীয়। তারা হলেন ‘উদিত নারায়ণ’, ‘কুমার শানু’ এবং ‘অরিজিৎ সিং’। অরিজিৎ-এর গান বাজানো হয়েছে ১০.৭ বিলিয়ন বার। উদিত নারায়ণের গান বাজানো হয়েছে ১০.৮ বিলিয়ন বারর এবং কুমার শানুর গান বেজেছে ৯.৯ বিলিয়ন বার। উদিত নারায়ণ থেকে শুরু করে কুমার শানু, সকলের সাথেই একসাথে জুটি বেঁধে গান গেয়েছেন অলকা ইয়াগনিক।

Advertisements