×
বিনোদন

“RRR জিতলে আমায় অস্কারটা ছুঁতে দিও’’, রামচরনের কাছে করুন আর্জি বলিউড বাদশা শাহরুখ খানের

Advertisements
Advertisements

বলিউডের ‘কিং’ বলে আখ্যা দেওয়া হয় ‘শাহরুখ খান’ (Shahrukh Khan)কে। ৩০ বছর ধরে অভিনয় জীবনের সাথে জড়িত রয়েছেন তিনি, ১০০টিরও বেশি হিন্দি সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গেছে। বলিউড বাদশার ফ্যান-ফলোয়ার্স যেন সংখ্যা শেষ করা যাবে না। যদিও এত বড় মাপের অভিনেতা হওয়া সত্ত্বেও, তার ঝুলিতে কখনোই আসেনি পৃথিবীর সবথেকে দামি পুরস্কার অস্কার। তাই নিজের হাতে একবার হলেও অস্কার ছুঁয়ে দেখতে চান তিনি।

Advertisements

২০২৩ সালের শুরুতেই সেরা অরিজিনাল সং বিভাগে রাজমৌলির RRR সিনেমার ‘নাটু নাটু’ গানটি ‘গোল্ডেন গ্লোব’ (Golden Globe) পেয়েছে। দেশের সব মানুষ ইতিমধ্যেই গর্বে আপ্লুত হয়ে উঠেছে। বলিউডকে টেক্কা দিতে ইতিমধ্যেই জয়জয়কার পরেছে দক্ষিণী সিনেমা নিয়ে। ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দক্ষিণী সিনেমার হাতে পড়তেই, তাতে যেন উঠেছে আগুন জ্বলে ওঠে। তবে এরই মধ্যে বলিউড বাদশা শাহরুখ খান জুনিয়র এনটিআর, রামচরণ এবং রাজমৌলির কাছে জানিয়েছে একটি বিশেষ আর্জি।


শাহরুখ খান টুইটের মাধ্যমে বলেছেন, “মেগা পাওয়ার স্টার রামচরনকে অসংখ্য ধন্যবাদ। আরআরআর টিম যখন ভারতে অস্কার নিয়ে আসবে, তখন পুরস্কারটা আমাকে একটু স্পর্শ করতে দিও”। আসলেই সর্বপ্রথম টুইট করেছিলেন রাজমৌলি, তিনি বলেছিলেন শাহরুখ খানকে, “দুর্ধর্ষ অ্যাকশন সিকুয়েন্সে দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন” আর তার উত্তরেই শাহরুখ খান এরকম জানিয়েছেন।


তবে বলিউড বাদশার এরূপ মন্তব্যে রামচরণ এবং রাজমৌলি দুজনেই অবাক হয়েছে। ইতিমধ্যেই ‘পাঠান’ ছবি নিয়ে বল দর্শকমহলে শুরু হয়েছে নানান বিতর্কিত মন্তব্য কিন্তু দক্ষিণের রাজমৌলিথেকে রামচরণ সকলেই আছে শাহরুখ খানের পাশে। তবে এই পুরস্কার যেন দক্ষিণী সিনেমা এবং বলিউডের দ্বন্দ্বের এক অবসান ঘটালো।

Advertisements