‘শাহরুখ না থাকলে আমি এখানে পৌঁছতে পারতাম না’: দীপিকা পাডুকোন

হিন্দি চলচ্চিত্র জগতের অভিনেতাদের মধ্যে সর্বাপেক্ষা চর্চিত ব্যক্তি হলেন ‘শাহরুখ খান’ (Shahrukh Khan)। এটা শুধু একটা নাম নয়, একটা গোটা প্রজন্মের কাছে আবেগ। যে আবেগ সকল দর্শককে হাসিয়েছে একাধিকবার, কাঁদিয়েছে বারবার। তাই আজ ‘শাহরুখ খান’ (Shahrukh Khan) শুধু একজন অভিনেতা নন, তিনি হয়ে উঠেছেন মহীরুহ! হিন্দি চলচ্চিত্র জগতে ‘শাহরুখ খান’ (Shahrukh Khan)আর ‘কাজল’-এর (Kajal Devgan) জুটি নিয়ে নতুন করে বলার কিছু নেই।
তবে বর্তমান প্রজন্মের কাছে কিং খান আর ‘দীপিকা পাডুকোন’ (Deepika Padukone) জুটি হলো অন্যতম।‘ ওম শান্তি ওম’ (Om Shanti Om) দিয়ে পথ চলা শুরু, তারপর একের পর এক নজিরবিহীন অভিনয়; যা দর্শকদের মনে দাগ কেটেছে গভীর ভাবে!
সম্প্রতি তাঁদের ছবি ‘পাঠান’ (Pathaan) মুক্তি পেয়েছে বড়ো পর্দায়। আর তা নিয়ে মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো, যা সপ্তাহের শেষে কমিয়েছে প্রায় ৭০০ কোটি টাকার বেশি। অর্থাৎ সিনেমা যে বড়ো পর্দায় সুপারহিট তা বলার অপেক্ষা রাখে না। সিনেমা প্রকাশের পরে এই প্রথম সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন এই জুটি। আর সেখানেই অভিনেত্রীর চোখে জল ধরা পড়লো।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শাহরুখ খান, দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম। এই সম্মেলনে অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছে, “আমার পাশে যদি শাহরুখ খান না থাকতো তাহলে আজ এই জায়গাই আমি পৌঁছতে পারতাম না। তাই শাহরুখ খান আমার কাছে শুধু অভিনেতা নন, তিনি আমার কাছে আরও বড়ো মানুষ”। আর এই কথা বলতে গিয়েই চোখের জল ধরে রাখতে পারেননি অভিনেত্রী।