×
বিনোদন

Tiyasha Lepcha: ‘সোজা ব্লক করে দেবো’ – তিয়াসা লেপচা

Advertisements
Advertisements

বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় মুখ ‘তিয়াসা লেপচা’ (Tiyasa Lepcha)। জি বাংলার ‘কৃষ্ণকলি’ সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছেছিলেন তিনি। এখন তাকে দেখা যাচ্ছে স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’ নামক এক সিরিয়ালে দিদিমনির ভূমিকায়। যেখানে আবারও সেই পুরনো নীল-তিয়াসার জুটিকেই দেখতে পাচ্ছে ভক্তমহল।

Advertisements

তবে এবার এক ভিন্ন কাজের জন্য ভাইরাল হলে অভিনেত্রী। ক্যামেরার সামনে দাঁড়িয়ে চরম ভুল করে ফেললেন। সম্প্রতি ইনস্টাগ্রামের পাতা থেকে একটি রিল শেয়ার করেছেন অভিনেত্রী, যেখানে তাকে দেখা গেছে রৌদ্র মাখা পরিবেশে আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে। তার পরনে ছিল একটি ডেনিমের শর্ট ও কালো শ্রাগ। সাথে ওয়ান পিস এবং কালো এবং ঠোঁটে ছিল নিউড মেকআপ।

এই ভিডিওতে তিনি বলেছেন যে, আমাকে এ ফর অ্যাটিটিউড দেখাবে, আমি তাকে বি ফর ব্লক করে দেবো। এরপরই তিনি জানিয়েছেন, হাসতে থাকুন আর লক্ষ্যে অবিচল থাকুন। স্বাভাবিকভাবেই অনুরাগী মহল তার এই পোস্টে ফিদা হয়ে গিয়েছে । বাংলা মিডিয়াম ইংরেজি মিডিয়াম সংঘাতের মধ্যেও অভিনেত্রীর এরূপ আচরন যেন চমকপ্রদ করে তুলেছে সোশ্যাল মিডিয়াকে।

 

View this post on Instagram

 

Shared post on

The coffee csuhaj ildikó életrajz announced it will be selling a “brewed refill tumbler” the owner free coffee or tea refills through the month of January.

কেউ বলেছে, “একদম ঠিক বলেছ দিদি, এমনই করা উচিত”। তো কেউ বলেছে, “ভালো বলেছো”। অন্য একজন বলেছে, “ভি ফর ভুঁড়িটা তুমি একটু কমাও”।

Advertisements