খাওয়াদাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, ভেবেছিলাম মরে যাব! সুবানের সঙ্গে ডিভোর্স নিয়ে বিস্ফোরক তিয়াশা

বর্তমানে বাংলা ধারাবাহিক জগতের এক জনপ্রিয় মুখ ‘তিয়াসা লেপচা’ (Tiyasa Lepcha)। ‘কৃষ্ণকলি’ সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেছিলেন তিনি আর এরপরই তার জনপ্রিয়তা পৌঁছেছে চরম শিখরে। সম্প্রতি ‘Josh Talks’-এ এসে, নিজের ব্যক্তিগত জীবনের বেশ কিছু কথা সকলের সাথে ভাগ করে নিলেন তিনি। যদিও তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশিরভাগ সময়েই শিরোনামে আসেন তিনি।
অভিনেতার সুবান রায়ের (suban Roy) বিবাহিত স্ত্রী ছিলেন তিনি। তবে গত ২৮ শে ফেব্রুয়ারি তাদের বিচ্ছেদ ঘটে তাদের। সবসময়ই বিচ্ছেদের জন্য দোষারোপ করা হয়েছে তিয়াসাকে! বলা হয়েছে, গ্ল্যামার জগতে প্রবেশ করেই তার অহংকার বোধ বেড়ে গেছে। এমনকি তৃতীয় ব্যক্তির প্রসঙ্গ এসেছে বারংবার। তবে কি সত্যিই তিয়াসার জীবনের প্রবেশ ঘটেছে কোন অন্য ব্যক্তির!
গোবরডাঙ্গার এক সাধারন মধ্যবিত্ত পরিবারের মেয়ে তিয়াসা। স্বামীর হাত ধরে অভিনয় জীবনে তার পদার্পণ, এমনকি তিনি জানিয়েছেন সুবানই তাকে সবকিছু শিখিয়েছে। তিনি বলেন অভিনয়ে জগতের তারকাদেরও মন আছে! ক্যামেরার ওপারে তাদেরও আনন্দ, দুঃখ সবকিছু নিয়েই জীবন। সুবানই আমাকে বড় প্ল্যাটফর্ম উপহার দেয় আর তার জন্য আমি সারা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকবো। এরপরে তিনি বলেন, “আমি কাউকে ছেড়ে দিয়েছি, এই লাইনটায় আমার সমস্যা রয়েছে!” ধরা বা ছাড়ার আমি কে? দুটো মানুষের সম্মতিতেই ডিভোর্স হয়। সবসময়ই ডিভোর্সের জন্য মেয়েদের দোষারোপ করা হয় কিন্তু এটা সত্যি নয়।
এমনকি একটা সময় তিয়াসা নিজেকে শেষ করে দেওয়ার কথাও ভাবতে! তবে সব প্রতিকূলতা পেরিয়ে, আজ তিনি সাফল্য কুড়িয়েছেন। সুবান তাকে বড়ো প্ল্যাটফর্ম দিলেও, তবে নিজের চেষ্টায় তিনি সেটা গড়ে তুলেছেন। বর্তমানে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল বাংলা মিডিয়ামের মুখ্য চরিত্রে রয়েছেন তিয়াসা। আবারো নীল-তিয়াসার জুটি জনপ্রিয়তা পাচ্ছে দর্শক মহলে।