×
বিনোদন

‘আমার সব দেখা হয়ে গেছে’, প্রসেনজিতকে আবার খোঁচা শ্রীলেখার!

Advertisements
Advertisements

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘শ্রীলেখা মিত্র’ (shreelekha Mitra)। তবে তিনি বরাবরই বেশ অকপট! সত্যি কথা বলতে তার কখনোই আটকায় না, সোজা কথা সোজাসুজি বলতেই ভালবাসেন তিনি। একসময় সোশ্যাল মিডিয়ায় বেশ সরব হয়েছিলেন অভিনেত্রী আর তার কারণ ছিল স্বজনপোষণ। টলিউডে স্বজন-পোষনের তির তিনি ছুঁড়ে দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দিকে। এমনকি আঙ্গুল তুলেছিলেন ঋতুপর্ণার দিকেও! তিনি বলেছিলেন এই জনপ্রিয় জুটির জন্যই তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে।

Advertisements

‘অন্নদাতা’ এবং ‘মধু মালতি’ এই দুই ছবিতে একসাথে দেখা গিয়েছিল ‘প্রসেনজিৎ’ (Prasenjit Chattopadhyay) ও শ্রীলেখাকে। সেই ছবি শেয়ার করে অভিনেত্রী বলেছিলেন, “আমি যে কথাগুলো বলেছি সেগুলি কি ফেলে দেওয়ার মতন? নাকি যুক্তি আছে! আপনারাই বলুন”।

এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পাল্টা জবাব দিয়েছেন। এক সাক্ষাৎকারে এসে শ্রীলেখার সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছে তিনি। বুম্বাদার মতে, শ্রীলেখা এই কথাগুলি অভিমান থেকেই বলেছে। শ্রীলেখার প্রতি তার কোন রাগ, ক্ষোভ, অভিমান কিছু নেই। সে শ্রীলেখাকে সম্মান করে এবং শ্রীলেখাও তাকে সম্মান করে। এই সব কিছুই অভিমান বসত বলে ফেলেছে শ্রীলেখা। সে একজন শক্তিশালী অভিনেত্রী।

এরপর অবশ্যই পাল্টা উত্তরের জন্য বসেছিল দর্শক মহল আর সেটি দিতে খুব বেশি দেরি করেননি অভিনেত্রী। সম্প্রতি টুইটের মাধ্যমে তিনি বেশ কিছু ইংরেজি কথা লিখেছেন। যেগুলির মানে দাঁড়াচ্ছে, তিনি কোন নিউজ চ্যানেলকে ফলো করেননা, তাই তাকে যেন কেউ কোন লিংক বা ইন্টারভিউ না দেয়। আপনারা তাদের দেখুন, তাদের ভালবাসুন। আমি থেকেছি, আমার সব দেখা হয়ে গেছে! বাঁচুন এবং বাঁচতে দিন। ধন্যবাদ!”

Advertisements