Manali Dey: মাচা শো করতে গিয়ে চড় খেয়েছিলাম: মানালি দে

বাংলা ধারাবাহিক জগতের এক জনপ্রিয় মুখ ‘মানালি দে’ (Manali Dey)। শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে পদার্পণ করে, বর্তমানে একাধিক টেলি ধারাবাহিকে তার আত্মপ্রকাশ ঘটেছে। পাশাপাশি বাংলা ছবিতেও তাকে অভিনয় করতে দেখা যাচ্ছে। বয়স বাড়লেও তার সুন্দর, মিষ্টি গড়ন ও মুখ সবসময় প্রশংসিত হয় দর্শকমহলে।
১৯৯৯ সালে ‘কালী আমার মা’ নামক ছবিতে শিশু শিল্পী হিসেবে কাজ করেছিলেন মানালি। এরপর ‘নীড় ভাঙ্গা ঝড়’ নামক ধারাবাহিকে তাকে সর্বপ্রথম দেখা গিয়েছিল। সম্প্রতি স্টার জলসায় ‘ধুলোকণা’ ধারাবাহিকে ফুলঝুড়ির চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে মানালি। নিজের ব্যক্তিগত জীবন নিয়েও তিনি বরাবর অকপট! সবসময় অনুরাগীদের সাথে ভাগ করে নেন নিজের জীবনের সকল ঘটনা। সম্প্রতি তিনি স্বীকার করলেন সকলের সামনে এরকমই এক ঘটনা।
একসময় জি বাংলায় একটি টক শো হতো ‘অপুর সংসার’ বলে, সেখানে সঞ্চালনার কাজ করতেন অভিনেতা ‘শাশ্বত চট্টোপাধ্যায়’। সেই শোয়ের মঞ্চে একবার উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। সেখানে তিনি তার অতীতের নানান ঘটনা শোনানোর পাশাপাশি, এক মাচা শোয়ের অভিজ্ঞতার কথা সকলের সামনে তুলে ধরেন। তিনি জানান, মাচা শো করতে গিয়ে, একবার চড়ও খেয়েছিলেন তিনি!
সেই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়ে তিনি বলেন, এই ধরনের শোতে গাড়ি থেকে নেমে মঞ্চ পর্যন্ত অনেকটা পথ রাস্তায় পায়ে হেঁটে যেতে হয়। এরকমই এক শোতে গাড়ি থেকে নেমে তিনি ও তার সহকর্মী মুখ নামিয়ে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলেন আর তখনই পাশ থেকে একজন থেকে চড় মেরে বলে, এখানে তো মুখ দেখাতেই আসা! তাহলে এত রাগঢাক কেন? তবে এই ঘটনা তাকে মজাই দিয়েছিল।