×
বিনোদন

Subhashree Ganguly: কি কারণে নিজেকে দোষী মনে করছেন শুভশ্রী?

Advertisements
Advertisements

টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম ‘শুভশ্রী গাঙ্গুলি’ (Shubhashree Ganguly)। বর্তমানে বাংলার সেরা নায়িকাদের মধ্যে তিনি যে সবার ওপরে সেটা বলার অপেক্ষা রাখে না। তবে কেরিয়ারের শুরুটা মোটেও এতটা সহজ ছিল না। ছোট থেকে বেড়ে ওঠা পূর্ব বর্ধমানে, কলকাতার মায়া সম্পর্কে কোনো ধারণা ছিল না। তাই প্রথম দিকে কলকাতার মাটিতে জায়গা করে নিতে বেশ কাঠ খড় পোড়াতে হয়েছে অভিনেত্রীকে সেটা বলাই বাহুল্য।

Advertisements

তবে আজ তিনি সফল! একদিকে যেমন বাণিজ্যিক ছবি ছেড়ে নিজেকে এগিয়ে নিয়েছেন আর্ট ফিল্মের দিকে। ঠিক তেমনি পরিচালক ‘রাজ চক্রবর্তী’ (Raj Chakraborty)আর ছেলে ইউভানকে নিয়ে বেশ আনন্দেই দিন কাটাচ্ছেন অভিনেত্রী।সম্প্রতি হইচই ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে তাঁর প্রথম সিরিজ ‘ইন্দুবালার ভাতের হোটেল’ (Indubalar Bhaater Hotel)। ‘কল্লোল লাহিড়ী’র (Kallal Lahiri) উপন্যাস নিয়েই এই গল্প।

আমরা অনেকেই হয়তো এই বইয়ের সাথে পরিচিত। কিন্তু এই উপন্যাসকে ঘিরে কোনো ছবি হয়নি, তাই স্বাভাবিক ভাবেই সকলের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতো। পরিচালক ‘দেবালয় ভট্টাচার্য’ পরিচালিত এই সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। সে আভাস অবশ্য এতদিনে সকলেই পেয়েছেন। এই ব্যাপারে বলতে গিয়ে অভিনেত্রী বলেছেন, “প্রথম দিকে চরিত্রের কণ্ঠস্বর নিয়ে একটি চিন্তিত ছিলাম কারণ চরিত্রের বয়স অনেকটাই। তবে আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই প্রযুক্তির সাহায্য নিয়েনি”।

 

View this post on Instagram

 

Shared post on

MUTV | Subscribe to Unternehmen in Oberalm Man Utd TV or Stream Online

অভিনেত্রী আরও বলেছেন, “ প্রথমে চরিত্র নিয়েও একটু ভাবনা চিন্তা করেছিলাম। তবে এই কাজ যদি আমি না করতাম তাহলে হয়তো আমার আপসোসের শেষ থাকতো না। তাই এই রকম একটা চরিত্রে অভিনয় না করলে, নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না”।

Advertisements