×
বিনোদন

“গান শুনে চিনতেই পারি না কোনটা অরিজিৎ”, চাঞ্চল্যকর মন্তব্য গায়ক অভিজিৎ ভট্টাচার্যের

Advertisements
Advertisements

গানের জগতে বিতর্ক বলতে যার নাম উঠে আসে তিনি হলেন ‘অভিজিৎ ভট্টাচার্য’ (Abhijit Bhatyacharya)। তাবড়-তাবড গায়কদের মধ্যে সবসময় নিজেকে সেরা প্রমাণিত করে এসেছেন তিনি। এক সময়ে শাহরুখ খানের লিপের গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছিলেন, তাই অন্য কারোর প্রতিভাকে সহজে তিনি মেনে নিতে চান না। প্রতিনিয়তই বিভিন্ন মানুষের সাথে খারাপ ব্যবহার করে এসেছেন। সেই তালিকা রয়েছে RJ সায়নও। সায়ন একটি রেডিও টকশোতে হোস্ট করতেন এবং সেখানে সমাজের বিভিন্ন মানুষকে ফোন করে বিরক্ত করতেন। একদিন অভিজিৎকেও এই ভাবেই তিনি ফোন করেছিলেন কিন্তু ঘুরিয়ে গায়ক তাকে প্রস্রাব্য ভাষায় গালিগালাজ করেছিল। এমনকি এআর রহমানকেও মিউজিশিয়ান বলতেও তিনি অস্বীকার করেছিলেন।

Advertisements

শাহরুখ খানকে শুধুমাত্র বিজনেস ম্যান অবধি আখ্যা দিয়েছিলেন তিনি। বলেছিলেন, তার ফিল্ম ভালো ব্যবসা করতে পারে কিন্তু গুণগতমান দিয়ে সেটি ফিল্মের পর্যায়ে পড়ে না। তার মতে শাহরুখ খানের লিপে তিনি একমাত্র অথেন্টিক গলা আর তার জন্যই মানুষ তাকে অধিক পছন্দ করে! তবে এক সময় সিনেমা শেষ হয়ে যাওয়ার পরেই টাইটেল কার্ডে গায়কের নাম এসেছিল। এরপরেই প্রেস কনফারেন্স করে তিনি জানিয়েছিলেন, তিনি আর গান গাইবেন না। তার মতে ‘শাহরুখ’, ‘দেব’, ‘সাইফ আলী খান’ কেউই স্টার হতেন না।

শাশ্বত চট্টোপাধ্যায় পরিচালিত একটি টক শোতে এসে তিনি বলেছিলেন, টেকনোলজি না থাকলে এআর রহমান মিউজিশিয়ান হতে পারতেন না। তাকে যদি গান গাইতে দেওয়া হয়, তাহলে তিনি কখনোই পারবেন না। এমনকি মিউজিশিয়ানদের পেটে লাথি মেরেছে এআর রহমান! তিনি প্রমাণিত করেছেন, স্কুলে না গিয়ে সরস্বতীকে আরাধনা না করেও, শুধুমাত্র টেকনোলজির ব্যবহার করে গায়ক হওয়া যায়।

এমনকি গায়ক অরিজিৎ সিং সম্পর্কেও কিছু মন্তব্য করেন। তিনি বলেছেন, তিনি জানেন না কোনটা অরিজিতের গান! তবে সে খুব ভালো গান গায়। এমনকি কুমার শানু , উদিত নারায়ণ এদেরকে গায়ক বললেও; নিজেকেই শেষ পর্যন্ত সর্বের সর্বা আক্ষা দিয়েছেন তিনি।

Advertisements