জানেন কি সুপারস্টার ঋত্বিকের শৈশবের যন্ত্রণাদায়ক কাহিনী? আজও সেসব ভুলতে পারেননি অভিনেতা!

বলিউডের (Bollywood) এক অন্যতম জনপ্রিয় অভিনেতা ‘হৃত্বিক রোশন’ (Hrithik Roshan)। একবিংশ শতকে শুরুর দিকে ‘কাহোনা পেয়ার হ্যায়’ মাধ্যমে রীতিমতো সুপারস্টার হয়ে উঠেছিলেন তিনি। তবেই সেই সময়ও ছয় আঙ্গুলের এই স্টারকে অপয়া বলেই গণ্য করা হতো! শৈশব থেকেই নানান প্রতিকূলতার মধ্য দিয়ে বড় হয়ে উঠেছে ঋত্বিক। রোশন পরিবারের ছেলে হওয়া সত্ত্বেও, নানান দুঃখ-কষ্ট ছিল তার কপালে। কোন সময় বিশেষ সুযোগ-সুবিধা জুটতোনা তার, এমনকি বাবার ঘরে প্রবেশের জন্য অন্য কারোর মতনই তাকেও অনুমতি নিতে হতো। এরপর ইন্ডাস্ট্রিতে এসেও বারবার নিজের অভিনয় দক্ষতাকে প্রমাণ করেছেন তিনি। তবুও সকলের কাছে যেন কিছুটা ধরা -ছোঁয়ার বাইরেই ছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ছোটবেলায় তার তোতলানোর সমস্যা ছিল। যার জন্য স্কুলে তার সাথে কেউ মিশতো না, সবাই তাকে নিয়ে মজা ইয়ার্কি করত। একাকীত্ব ছিল তার জীবন! বন্ধু তালিকায় মাত্র একজন ছিল, সেও মেয়ে। বাড়িতে বসে শুধুই কান্নাকাটি করতো ঋত্বিক।
এমনকি অভিনয় জীবনে পদার্পণের ক্ষেত্রেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাকে। তার মেরুদন্ডে ছিল এক বিশেষ সমস্যা, যার কারণে চিকিৎসক তাকে বলেছিল নাচ না করতে। তবে নায়ক হতে চাওয়া ঋত্বিক রোশনের, নাচ ছিলো এক বিশেষ ট্যালেন্ট! ডাক্তারের কথা শুনে রীতিমতো মানসিক অবসাদে চলে গিয়েছিলেন তিনি। তবে মায়ের কথা শুনে সরোজ খানের (Saroj khan) কাছে নৃত্য প্রশিক্ষণ নিতে শুরু করেন তিনি।
View this post on Instagram
‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিতেও শাহরুখ খান এবং আমির খানের পরবর্তীতে সুযোগ এসেছিল তার জন্য। রাকেশ একবারো নিজের ছেলের কথা ভাবেনি, নতুন প্রতিভাকে আনার কাজে ঋত্বিককে সুযোগ করে দিয়েছিলেন। কালো না পেয়ার হ্যায়ের পরেও তার জীবনে এসেছিল নানান প্রতিকূলতা কিন্তু ‘কোই মিল গয়া’ আবারো তাকে সুযোগ্য প্রমাণ করে দিয়েছিল। বর্তমানে ৪৮ বছরে পা রেখেছেন অভিনেতা। কিছুদিন পরেই দীপিকা পাডুকোনের সাথে (Deepika padukone) জুটি বাঁধে চলেছেন তিনি, ‘ফাইটার’ সিনেমায় দেখা যাবে দুজনকে একসাথে।