×
বিনোদন

হৃতিকের এই চরম ভুল সিদ্ধান্তের জন্যই আজ বলিউডের ‘বাদশা’ হতে পারেননি তিনি! সেই আফসোস আজও রয়েছে অভিনেতার

Advertisements
Advertisements

বলিউডে একটা সময় দাপিয়ে অভিনয় করেছেন তিনি। শুধু অভিনয় নয়, বলিউডের তিন খানকে সমানে সমানে টক্কর দিতেন এই অভিনেতা। তিনি আর কেউ নন, স্বয়ং ‘ঋত্বিক রোশন’ (Ritwik Roshan)। ‘কাহনা প্যায়ার হ্যায়’ (Kahona Petar Hain) দিয়ে বলিউডে পা রেখেছিলেন, তারপর একাধিক ছবিতে অভিনয়। জাদুর মতো ছবিতে অভিনয় করে তাক লাগিয়েছিলেন সকলের। তিনি এখনও মেয়েদের ক্রাশ। বয়স যে শুধু একটা নাম্বার তাঁকে দেখলেই সেটা স্পষ্ট বোঝা যায়।

Advertisements

তবে এখন আর সেই ভাবে চলচ্চিত্রে দেখা যায় না এই অভিনেতাকে, তার কারণ বেছে বেছে সিনেমা করার মতো ভুল। আর ঠিক এই কারণেই সুপারস্টার হওয়ার দৌড়ে পিছিয়ে পড়েছেন অনেকটাই। এই আক্ষেপ অবশ্য অভিনেতার নিজের মুখেও শোনা গিয়েছে বহুবার। বছরে হয়তো একটা ছবিতে অভিনয় কিংবা তাও নয়। সেই কারণেই তিনি আজ অনেকটাই হারিয়ে গিয়েছেন চলচ্চিত্র প্রেমীদের মন থেকে।

‘লাগান’ (Lagan), ‘রং দে বাসন্তী’ (Rang De Basanti), ‘স্বদেশ’ (Swadesh) ছবির মতো সিনেমায় অভিনয় করার সুযোগ প্রথমে এসেছিল তাঁর কাছেই। কিন্তু অনেক সময় স্ক্রিপ্ট পড়ে তিনি বুঝেছেন এই সিনেমা তাঁকে সাফল্য দিতে পারবে না, আবার অনেক সময় ভেবেছেন তাঁর থেকে অন্য অভিনেতাদের পাট বেশি ভালো।

এই সব কারণেই বলিউডে নিজেদের জায়গা ধরে রেখেছেন তিন খান। ‘স্বদেশ’ (Swadesh) ছবিতে আমরা ‘শাহরুখ খান’কে (Shahrukh Khan) দেখেই এসেছি, কিন্তু সেই জায়গায় অভিনয় করার কথা ছিল ঋত্বিক রোশনের, আবার লাগান ছবির ক্ষেত্রেও একই ঘটনা। স্ক্রিপ্ট পরে তিনি ভেবেছিলেন সেই সিনেমা বাণিজ্যিক ভাবে সফল হতে পারবে না।

Advertisements