×
বিনোদন

বড়দিনের রাতে রাস্তার মাঝে এ কি করে বসলেন অপরাজিতা আঢ্য! তুমুল ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

টলিপাড়ার ছোট পর্দায় এক অন্যতম জনপ্রিয় চরিত্র ‘অপরাজিতা আঢ্য’ (Aparajita Adhya)। টেলিভিশনের এক অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। ৯০ দশক থেকে টেলি ধারাবাহিকের সাথে যুক্ত রয়েছেন, তাছাড়া বিভিন্ন বাণিজ্যিক ছবিতে তার অভিনয় ইতিমধ্যেই দর্শক মনে এক আলাদা জায়গা করে নিয়েছে। সম্প্রতি তাকে দেখা যাচ্ছে, জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘লক্ষ্মী কাকিমা’র মুখ্য চরিত্রে।

Advertisements

তবে অভিনয়ের পাশাপাশি নাচ যেন তার জীবনেরই এক অঙ্গ! ভারী চেহারা হওয়া সত্বেও, বিভিন্ন সময়ে গানের তালে নাচতে উঠে-পড়ে লাগেন অভিনেত্রী। সম্প্রতি বছর শেষের মরসুমে বড়দিন উপলক্ষে এক আলাদাই আনন্দে মেতে ছিলেন তিনি। বড়দিনে লাল পোশাক , লাল টুপি পড়ে একেবারে সান্টার সাজে নিজেকে সাজিয়ে তুলেছিলেন। এই সাজ পোশাকের সাথে এক সুন্দর রিল করে নিজের ইনস্টাগ্রামে তুলে ধরেছেন অভিনেত্রী।

কোলকাতার আলো মাখা রাস্তায় সান্টার সাজে ব্যাকগ্রাউন্ডে জিংগেল বেল গানের সাথে, একদম সিগনেচার স্টেপে ধরা দিয়েছেন তিনি। বড়দিনের রাতে তারকার এমন সুন্দর একটি ভিডিও মন কেড়ে নিয়েছে স্বাভাবিকভাবে সকলের।

 

View this post on Instagram

 

Shared post on

লাল পোশাকের সাথে পিছনে একটি লাল চারচাকা গাড়িও দেখা মিলেছিল তার ভিডিতে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে উঠেছে। প্রায় দশ হাজার মানুষ ভিডিওটি পছন্দ করেছে। অনুরাগীদের নানান মন্তব্য পেয়ে ভরে উঠেছে ভিডিওর কমেন্ট বক্স।

Advertisements