×
বিনোদন

বন্ধ ঘরে গোপনে কাজলকে কিভাবে খুশি করেন অজয় দেবগন!

Advertisements
Advertisements

বলিউডের এক অন্যতম জনপ্রিয় জুটি ‘অজয় দেবগন’ (Ajay Debgan) এবং কাজল। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রির পাশাপাশি অফস্ক্রিন কেমিস্ট্রি সম্পর্কেও অনুরাগীরা বেশ উৎসাহী হয়ে পড়ে। অজয় এবং কাজল যখন গাঁটছড়া বেঁধেছিলেন, তখন অনেকেই ভেবেছিল তাদের বিয়ে বেশিদিন টিকবে না। অজয় দেবগন অত্যন্ত রাগী স্বভাবের, ওইদিকে কাজল ছিল খোলামেলা মনের এক মানুষ। এমনকি হানিমুনে পর্যন্ত গিয়ে, অজয় শরীর খারাপের নাটক করে বাড়ি ফিরে এসেছিল। অজয় দেবগনের এরকম নানান কীর্তিকলাপের কথা কাজল প্রায়শই তুলে ধরে। এবার তিনি প্রকাশ করলেন বন্ধ দরজার কাহিনী।

Advertisements

সম্প্রতি একটি টেলিভিশন শো-তে এসে, কাজল অজয় দেবগণের রান্নার প্রতি আগ্রহের কথা বলেছেন। সেখানেই কাজল জানিয়েছে, রান্না করে অজয় দেবগন কাজলকে মুগ্ধ করে। অজয় রোমান্টিক না হলেও, সে রান্না করতে বেশ পছন্দ করে। তবে রান্না করার সময় বরাবরই সে দরজা বন্ধ করে রাখে কারণ রান্নার সময় সে কি কি মসলা ব্যবহার করছে, তা এখনও পর্যন্ত কেউ জানে না। এমনকি কাজলও নয়!

কাজল জানিয়েছে, অজয় দেবগনের হাতে রান্না করা খিচুড়ি খেতে সে ভীষণই ভালোবাসে। অজয়কে অনুরোধ করলে, সে কাজলকে খিচুড়ি বানিয়ে খাওয়ায়। এইসব শুনেই বোঝা গেছে, তাদের অফক্রিন কেমিস্ট্রি বেশ পোক্ত। ঠিক যেরকমটা তাদের অভিনীত শেষ ছবি তানহাজি: দ্য আনসাঙ ওয়ারিয়রে দেখা গিয়েছিল।

 

View this post on Instagram

 

Shared post on

আগামী ৯ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে কাজল অভিনীত ‘সালাম ভেঙ্কি’। এই ছবিতে কাজলের সাথে অভিনয় করবে বিশাল জেঠওয়ালা (Vishal jethwala)। রেবতি পরিচালিত এই সিনেমাটি একটি সত্য ঘটনার অবলম্বনে তৈরি করা হয়েছে। অপরদিকে চলতি বছরে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম টু’ ছবিটিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বক্স অফিসে।

Advertisements