×
বিনোদন

দুই ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে ক্যামেরার সামনে পোজ দিলেন ‘হট মাম্মা’ মিঠাই, প্রশংসায় ভরালো নেটিজেনরা

Advertisements
Advertisements

র্তমানে বাংলা ধারাবাহিকে ‘মিঠাই’ সিরিয়াল এক আলাদাই জায়গা দখল করে নিয়েছে। একাধিকবার ‘বেঙ্গল টপার’ তকমা পেয়েছে এই সিরিয়াল। বর্তমানে অবশ্য গল্প এগিয়েছে অনেকটাই, সেই মিঠাই রানী এখন দুই সন্তানের মা। দর্শক আবারো নতুন করে উৎসুক হয়ে উঠছেই এই সিরিয়াল দেখার জন্য।

Advertisements

দুটি মিষ্টি বাচ্চার আগমন হয়েছে এই সিরিয়ালে । একজনের নাম ‘মিষ্টি’ এবং অন্যজনের নাম ‘শাক্য’। এরা দুজনেই ধারাবাহিকে মিঠাইয়ের ছেলে- মেয়ের চরিত্রে অভিনয় করছে। তবে শুধু টিভির পর্দায় নয়, এবার অনস্ক্রিন ছেলেমেয়েদের সাথে, অবসর সময়ে ছবিও তুলে ধরলেন মিঠাই রানী ওরফে ‘সৌমিতৃষা’ (Soumitrisha kundu)।

এই দিন অনুষ্ঠিত হয়েছিল জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৩। সৌমিতৃষা ওরফে মিঠাই রানীও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এর পাশাপাশি ওখানে দেখা গিয়েছিল মিষ্টির চরিত্রে অভিনয় করা অনুমেঘা এবং শাক্যর চরিত্রে অভিনয় করা ধৃতিস্মানকে। এদের দুজনের সাথে পোজ দিয়ে একসাথে ছবি তুলেছিলেন তাদের অনস্ক্রিন মা মিঠাই রানী।

 

View this post on Instagram

 

Shared post on

Insurance coverage provided by UnitedHealthcare Insurance dítě hvězdy or its affiliates Payer Initiated Reductions. PR. Patient Responsibility. Reason. Code.

অনস্ক্রিন ‘মিষ্টি’ অর্থাৎ অনুমেঘা এই ছবিটি তুলে ধরেছিল নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে। দর্শকদের একাংশের মন ভরে গেছে এই ছবিতে। প্রত্যেকেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছে, মা ও ছেলের এত সুন্দর একটি ছবি দেখে।

Advertisements