×
বিনোদন

গোপনে এই কাজ করার জন্য মধুমিতাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল তার বাবা-মা

Advertisements
Advertisements

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘মধুমিতা সরকার’ (Madhumita Sarcar)।ধারাবাহিক থেকে শুরু করে ওয়েব সিরিজ, এমনকি বড় পর্দায় পর্যন্ত তার অভিনয় দক্ষতার প্রমাণ পেয়েছে অনুরাগী মহল। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতাতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। নানান নজর কাড়া লুকে তিনি হাজির হন সোশ্যাল মিডিয়ার পাতায় ।

Advertisements

চলতি বছর শুটিংয়ের কাজেই
বেশ ব্যস্ত রয়েছেন তিনি। কিছুদিন আগেই ‘দিলখুশ’ নামক ছবিতে এক মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাকে। এর পাশাপাশি আরও কয়েকটি কাজ রয়েছে বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি নিজের অনস্ক্রিন জীবনের পাশাপাশি, ব্যক্তিগত জীবন নিয়েও নানা কথা প্রকাশ করলেন তিনি।এক সাক্ষাৎকারের মাধ্যমে তুলে ধরলেন নিজের জীবনের অনেক কিছু।

বর্তমানে প্রেমের মরসুম চলছে সর্বত্র! তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের কাছেই ফেব্রুয়ারি মাসের ৭- ১৪ তারিখ ভ্যালেন্টাইন্স উইক বলেই জনপ্রিয়। অভিনেত্রী মধুমিতা সেই প্রসঙ্গেই এবার কথা বললেন। নিজের জীবনের প্রথম ভ্যালেন্টাইন্স ডের কথা জানালেন। তিনি বলেন, যে তার ভ্যালেনটাইন ছিল সে এই সবে বিশ্বাস করত না। অথচ তাদের অ্যানিভার্সারিটাই ছিল ভ্যালেন্টাইনস ডে! স্কুল লাইফেও প্রচুর প্রেমপত্র পেয়েছিলেন তিনি। নিজের বেস্ট ফ্রেন্ডকে সেসব প্রেমপত্র তিনি দেখিয়েও ছিলেন।

 

View this post on Instagram

 

Shared post on

2019 Women’s World Cup schedule, bracket, Carole Chazoule on TV

এরপরে এক অনুরাগী তাকে প্রশ্ন করে, তাকে জিৎ, দেব এবং অঙ্কুশ-দের বিপরীতে কবে দেখা যাবে? এর উত্তরে অভিনেত্রী বলেন, এটা তাদেরকে জিজ্ঞেস করাই ভালো, তারাই ভালো উত্তর দিতে পারবে। অভিনেত্রী জানান প্রেম করার জন্য তার বাবা-মা তাকে বাড়ি থেকে তাড়িয়ে পর্যন্ত দিয়েছিল কিন্তু সব সময় ‘প্যার কিয়া তো ডার না ক্যা’ এরকম একটা হাব ভাব ছিল তার মধ্যে। ওই সাক্ষাৎকারে অবশ্য অভিনেত্রী তার নতুন সম্পর্কেরও এক ইঙ্গিত দিয়েছিলেন।

Advertisements