×
বিনোদনভাইরাল ভিডিও

জাতীয় মঞ্চে প্রশংসিত বঙ্গতনয়া বিদীপ্তা, সুরের জাদুতে মুগ্ধ ড্রিমগার্ল হেমা মালিনী, ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

সোনি টিভির পর্দায় এক জাতীয় গানের রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’, যার ১৩ নম্বর সিজন গত ১০ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে। প্রায়শই নানান সেলিব্রিটি এসে হাজির হয় এই রিয়েলিটি শো-এর মঞ্চে। এছাড়া বিচারকের আসনে রয়েছেন ‘নেহা কক্কর’, ‘হিমেশ রেশমিয়া’, এবং বিশাল দাদলানি। এর পাশাপাশি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে দেশের নানান প্রান্তে থাকা প্রতিযোগীর পাশাপাশি বাংলার অনেক প্রতিযোগী।

Advertisements

এবার ইন্ডিয়ান আইডল ১৩- এর মঞ্চে বাংলা থেকে যাওয়া প্রতিযোগিতার মধ্যে অন্যতম হলো বিদীপ্তা চক্রবর্তী, ২০২০-২১ সালে জি বাংলার সারেগামাপার ফাইনালিস্ট সে। মাত্র সাড়ে তিন বছর বয়স থেকেই বিদীপ্তা গান গাওয়া শুরু করেছিল। সোদপুরের মেয়ে বিদীপ্তা সর্বপ্রথম তার দিদিকে দেখেই, গানের প্রতি ভালবাসা তৈরী করে। এর পরেই তালিম নিতে নিতে অনুশীলনীর মাধ্যমে, বেশ ভালো কন্ঠের অধিকারী হয়ে ওঠে সে।

সোনি টিভি ইনস্টাগ্রাম পেজ থেকে আপলোড করা একটি ভিডিওতে দেখা গেছে, এবার ইন্ডিয়ান আইডলের মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ড্রিম গার্ল ‘হেমা মালিনী’ (Hema Malini) যার পরনে ছিল একটি টুকটুকে লাল রঙের শাড়ি এবং স্লিট জুয়েলারি। সেদিন বিদিপ্তাকে গাইতে শোনা গিয়েছিল, হেমা মালিনি ও অমিতাভ বচ্চন অভিনীত ‘Naseeb’ সিনেমার গান ‘মেরি নাসিব মে তু হ্যায় কি নাহি ‘।

 

View this post on Instagram

 

Shared post on

সিনেমাটি হেমা মালিনী ঠিক যেমন ভাবে গানটিতে অভিনয় করেছিলেন, ঠিক সেরকম ভাবেই বিদিপ্তা মঞ্চে এসে উপস্থিত হয়েছিল। যা দেখেই রীতিমতো মুগ্ধ হয়ে যায় অভিনেত্রী, এমনকি লতা মঙ্গেশকরের গাওয়া ওই গানটি বিদীপ্তা তার কণ্ঠে শুনে “তুমি অসাধারণ” বলে মন্তব্য করেন! হেমা মালিনীর পাশাপাশি অন্যান্য বিচারকেরাও তার প্রশংসায় পঞ্চমুখ হয়।

Advertisements