সম্পর্কে চিড়! এক বছর কাটতে না কাটতেই বিচ্ছেদ টলিপাড়ার জনপ্রিয় জুটি গৌরব-শ্রীমার!

টলিউডের বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় জুটি হলেন গৌরব রায়চৌধুরী ও শ্রীমা ভট্টাচার্য। যদিও এখন শোনা যাচ্ছে, তাদের নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে। এক বছর সম্পর্ক টিকতে না টিকতেই বিচ্ছেদ হয়েছে এই জুটির। যদিও একেবারে প্রেমের সম্পর্কের শুরু থেকেই দুজনে কেউই কোন কিছু লুকিয়ে রাখেননি।
একেবারে খুল্লামখুল্লা প্রেম করতেন দুজনে। আর তাদের সোশ্যাল মিডিয়ার পোস্টে একসঙ্গে তোলা একের পর এক ছবি মিলিত। এছাড়া সীমাকে জীবনসঙ্গী হিসেবে স্বীকার করে নিয়েছিলেন। তবে এখন সে সমস্ত ছবি নিজের ইনস্টা হ্যান্ডেল থেকে মুছে নিয়েছেন অভিনেতা। এমনকি একে অপরকে আনফলো করে দিয়েছেন। যদিও সব ছবি ডিলিট করেননি অভিনেতা। কিছু ছবি এখনো তার মিডিয়া হ্যান্ডেলে রয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে, গত বছর পুজোর আগে থেকেই শ্রীমা এবং গৌরবের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে। আর এর কারণ হলো শ্রীমা নাকি নিজের ব্যক্তিগত কিছু বিষয় লুকিয়ে ছিলেন গৌরবের কাছ থেকে। এমনকি অন্য একজনের সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও গৌরবের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। আর সেই সমস্ত কিছু জানতে পেরেই বিচ্ছেদ হয়েছে দুজনের। এমনকি এই সম্পর্ক আর জোড়া লাগার কোন সম্ভাবনা নেই।
এছাড়া এটাও জানা গেছে এই বছর নিজের জন্মদিনটা গৌরবকে ছাড়াই সেলিব্রেট করেছেন শ্রীমা। যদিও এর আগে এক সাক্ষাৎকারে দুজনের থাইল্যান্ড ভ্রমণ এর কথা ফাঁস করে দিয়েছিলেন শ্রীমা। সেখানে গিয়ে তারা কি করেছেন, কিভাবে সময় কাটিয়েছেন, সমুদ্রের পাড়ে ঘুরেছেন, শপিং করেছেন সমস্ত কিছুই তারা সোশ্যাল মিডিয়া অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছিলেন। তবে এখন সেসব বিষয় অতীত বললেই চলে।