দুধ সাদা অফ-শোল্ডার পোশাকে লাস্যময়ী মোনালিসা, ছবি দেখে দিশেহারা পুরুষভক্তরা

টলিপাড়ার এক অন্যতম জনপ্রিয় নাম ‘ঝুমা বৌদি’। তবে তার আসল নাম ‘মোনালিসা’। ভোজপুরি ইন্ডাস্ট্রিতে তিনিই রানী তা বলা বাহুল্য! তবে বাংলাতে জনপ্রিয় ওয়েব সিরিজে তার অভিনয়ের মাধ্যমে, নিজের অনুরাগী সংখ্যা তৈরি করে ফেলেছেন এই অভিনেত্রী। এইসবের পাশাপাশি ঘর কন্যার কাজও বেশ ভালভাবেই সামলান।
টিভির পর্যায়ে তাকে খুব একটা না দেখা গেলেও, সোশ্যাল মিডিয়ার পাতাতে বেশ অ্যাক্টিভ এই অভিনেত্রী। প্রায়শই বিভিন্ন ছবি, ভিডিও, রিলসের মাধ্যমে নিজের অনুরাগীদের জানান দেন তার উপস্থিতি। দর্শকেরাও অধীর আগ্রহে বসে থাকে, কখন এক ঝলক মোনালিসাকে দেখতে পাবে!
এর পাশাপাশি পরিবারের সাথে সময় কাটাতেও ভালোবাসেন অভিনেত্রী। স্বামী বিক্রান্তের সঙ্গে নানান সময়ে তার দেখা মেলে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় একেবারে ভিন্ন লুকে ধরা দিলেন তিনি। তার শেয়ার করা ফটোগুলিকে ঘিরে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে নেট দুনিয়ার পাতায়।
View this post on Instagram
MUTV | Subscribe to Unternehmen in Oberalm Man Utd TV or Stream Online
ছবিগুলিতে তাকে দেখা গেছে একটি সাদা রংয়ের অফ শোল্ডার ক্রপটপ এবং রঙিন স্কিন টাইট শর্ট স্কার্ট পরতে। এর সাথে একেবারেই হালকা মেকআপ করেছিলেন, তিনি চুল ছিল খোলা। তার হাতে একটি বইও দেখা গিয়েছিল। নিজের ঘরে বসেই এই ছবিগুলি তুলেছেন অভিনেত্রী আর ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সাথে।