বউয়ের গাল টিপে নতুন স্টাইলে সিঁদুর পরালেন অভিনেতা ইন্দ্রনীল, ছবি পোস্ট করলেন সায়ন্তনী

সম্প্রতি টলিপাড়ায় আবার ও জুটি বাঁধলেন আর এক লাভবার্ড। টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় মুখ সায়ন্তনী-ইন্দ্রনীল আবদ্ধ হলেন বিবাহ বন্ধনে। বহুদিন একে ওপরের সঙ্গে সম্পর্কে থাকার পর তারা নিজেদের সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দিলেন। এইদিন তাদের দুজনের লুক ছিল নজরকাড়া। লাল বেনারসি, সোনার গয়না, খোলা চুল, ও নাকে টানা নথ এবং সিম্পল লুকে সায়ন্তনী সকলের নজর কেড়েছেন। অন্য দিকে ইন্দ্রনীলকে দেখা গেলো সাদা পাঞ্জাবী ও ধুতিতে। তাদের দুজনকে বেশ সুন্দর লাগছিলো।
সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া ছবিতে দেখা যাচ্ছে ইন্দ্রনীল, সায়ন্তনীকে হাত দিয়ে গাল টিপে সিঁদুর পড়িয়ে দিছেন এবং সায়ন্তনী লজ্জার সঙ্গে চোখ বন্ধ করে আছেন। সায়ন্তনী তার সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ের ছবি পোস্ট করে তার বরকে ট্যাগ করেছেন। শোনা যায় যে, ২০১৬ সালে ইন্দ্রনীল অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের বিচ্ছেদ হয়ে যায়, এবং এরপরেই ইন্দ্রনীল অভিনেত্রী সায়ন্তনীর সঙ্গে সম্পর্কে লিপ্ত হন।
অভিনেত্রী সায়ন্তনীকে টেলিভিশনের জগতে প্রায় বহু বছর ধরেই বিভিন্ন ভূমিকায় অভিনয় করতে দেখি। তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে খুব কম সময়ের মধ্যে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন বললেই চলে। তবে ও ইন্দ্রনীল টেলিভিশন জগতের বেশ চেনা মুখ তাঁকে ও আমরা ছোটো পর্দার বিভিন্ন ধারাবাহিকে দেখে থাকি।
View this post on Instagram
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ের ছবি আপলোড হওয়ার পর নেটদুনিয়ার সকলেই তাদের শুভেচ্ছা জানিয়েছেন এবং তা নেটপাড়ায় তুমুল ভাইরাল ও হয়ে গিয়েছে।
View this post on Instagram