×
বিনোদন

‘এই ক্ষত তিক্ত অতীতের কথা মনে করিয়ে দেয় ‘, নিজের মনের কথা মেলে ধরলেন গাঁটছড়ার খড়ি ওরফে ‘শোলাঙ্কি’

Advertisements
Advertisements

বাংলা অভিনয় জগতের এক জনপ্রিয় মুখ ‘শোলাঙ্কি রায়’ (solanki Roy)।তার সৌন্দর্যের মাধুর্যে কে না পাগল হয়নি! একেবারে প্রাকৃতিক সৌন্দর্য বলতে হয়তো শোলাঙ্কির সৌন্দর্যকেই বোঝায়। মেকআপ, সার্জারি এইসবের যুগে নিজেকে একেবারে ন্যাচারাল লুকে ধরে রেখেছেন তিনি। এর পাশাপাশি ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা, এমনকি ওটিটি প্লাটফর্মেও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে চলেছেন।

Advertisements

 

View this post on Instagram

 

Shared post on

সম্প্রতি ইনস্টাগ্রামের পাতায় একটি ছবি অনুরাগীদের উদ্দেশ্যে তুলে ধরেছেন অভিনেত্রী। সেখানে তার পরনে দেখা গেছে, একটি ছাই রংয়ের ক্রপ টপ আর সাথে ব্লু ডেনিম। কোমরের একাংশ ছিল উন্মুক্ত। অসংখ্য দাগ দেখা গিয়েছিল সেখানে। স্বাভাবিকভাবেই এই ছবি দেখে সাইবারবাসীদের নানান প্রশ্ন ধেয়ে আসে তার দিকে। সকলেই জানতে উৎসুক হয়ে পড়ে ওটি কিসের দাগ!

 

View this post on Instagram

 

Shared post on

স্বাভাবিকভাবেই এক অভিনেত্রীর শরীরে এরূপ দাগ দেখেই কৌতুহলী হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াবাসীরা। তবে অভিনেত্রী এই ছবির সাথে মানানসই ক্যাপশন জুড়ে ছিলেন! তিনি লিখেছিলেন, কারোর কাছে সুন্দর যেমন গয়না ঠিক। সেরকম ভাবেই শরীরের দাগগুলোকে আমি ধারণ করেছি। আমি লড়াই করেছিলাম ঘটে যাওয়া এই ক্ষতর সাথে। যা ঘটেছিলো কোন না কোন কারনে। আর সেই কারণেই আমি আমার মত হতে পেরেছি”।

 

View this post on Instagram

 

Shared post on

তবে এর আসল কারণ জানতে পেরে, তার অনুরাগী মহল থেকে শুরু করে অভিনয় জগতের সহকর্মীরা; সকলেই তাকে ভালোবাসা জানিয়েছে। তিনি জানিয়েছেন, কলেজে পড়ার সময় তার শরীরের ওই অংশটি পুড়ে গিয়েছিল। তখন থেকেই এই পোড়া দাগটি তার সঙ্গী। অনেকেই তাকে প্লাস্টিক সার্জারি করার জন্য পরামর্শ দিয়েছিল কিন্তু তাতে তিনি রাজি হননি। আসলেই এই দাগ তার কাছে লজ্জার নয়, যুদ্ধ জয়ের ইঙ্গিত!

Advertisements