×
বিনোদন

আলিয়ার থেকেও অধিক সুন্দরী ছিলেন গাঙ্গুবাঈ, দেখে নিন মুম্বইয়ের ‘মাফিয়া কুইন’-এর অদেখা ছবি

Advertisements
Advertisements

‘আলিয়া ভাট’ (Alia Bhat) অভিনীত গাঙ্গুবাঈ, প্রচুর পরিমাণে প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। সঞ্জয় লীলা বলশালি পরিচালিত এই ছবিতে গাঙ্গুবাইয়ের চরিত্র খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছিল ‘আলিয়া ভাট’, কাজেই তার অভিনয় দক্ষতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে সবাই।

আলিয়া ভাটের অভিনীত গাঙ্গুবাঈয়ের দ্বারা, গঙ্গার চরিত্র এবং জীবনের কাহিনী আরো বেশি করে ফুটিয়ে তুলেছে পরিচালক দর্শকদের কাছে। গঙ্গার কথা সবাই এই সিনেমার দ্বারা জানতে পেরেছে; মাত্র ১৬ বছর বয়সে প্রেমিকের হাত ধরে অভিনয় জগতে পা দেবার প্রলোভনে বেরিয়ে এসেছিল গঙ্গা। কিন্তু এতই অবুঝ সেই বালিকা যে তার প্রেমিকা ওরফে বাবার কর্মচারী, তাকে মাত্র ৫০০ টাকার বিনিময়ে মুম্বাইয়ের কাথিয়াবাড়ি পতিতা পল্লীতে বিক্রি করে দিয়েছিল। আর সেই থেকেই শুরু হয়েছিল তার গঙ্গা থেকে গাঙ্গুবাঈ হয়ে ওঠার লড়াই। শোনা যায় বিখ্যাত মাফিয়া ডন, করিম লালার দলের এক সদস্যের থেকে ধর্ষিত হয়েছিল গাঙ্গুবাঈ এবং সেই কথা করিমকে জানাতেই সে রুখে দাঁড়িয়েছিল দাদার মতো গাঙ্গুবাঈয়ের পাশে। সেই থেকেই পতিতা পল্লীতে পুরুষদের দমিয়ে নারীর জোরকে আরো বেশি করে প্রতিষ্ঠা করে ছিল গাঙ্গুবাঈ।

‘গাঙ্গুবাঈ কাথিয়াবাড়ি’ সিনেমাটি বেশ জনপ্রিয় এখনো। সেই থেকেই গাঙ্গুবাঈয়ের আসল ছবি দেখতে উৎসুক হয়েছিল সবাই, আলিয়া ভাট তার অভিনয় দক্ষতায় যথাসম্ভব ফুটিয়ে তুলেছিল গাঙ্গুবাঈকে এবং তার বেশেও ধরা দিয়েছিল। এবার সোশ্যাল মিডিয়ার পাতায় গাঙ্গুবাঈয়ের এক আসল ছবি উঠে এলো , যা দেখে নেটিজেনরা প্রশংসা করে বলেছেন আলিয়া ভাটের থেকেও দেখতে সুন্দর ছিল আসল গাঙ্গুবাঈকে।

Advertisements
Advertisements