×
বিনোদন

১৬ বছর বয়সে বিয়ে থেকে একাধিক পুরুষের সাথে সম্পর্ক, শ্রাবন্তীকে চরম শাস্তি দিয়েছিল তার মা-বাবা

Advertisements
Advertisements

টলিউডের যেকোনো তাবড় তাবড় অভিনেত্রীকেও টেক্কা দিতে পারে ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (shrabanti Chattopadhyay)। বয়স ৪০-এর ঘরে পৌঁছালেও, যুবতীদেরও বলে বলে হার মানায় তার সৌন্দর্যের জেল্লা। তার যে একটা ১৯ বছর বয়সী ছেলে আছে, সেটি হয়তো তাকে দেখলে বোঝা যায় নাঌ তাকে নিয়ে নানান সমালোচনা হলেও, তার সৌন্দর্যের প্রশংসা কিন্তু এখনো পর্যন্ত করেই করেই থাকে অনুরাগীরা।

Advertisements

তার চরিত্র নিয়ে নানান কুমন্তব্যের ঝড় বয় সোশ্যাল মিডিয়াময়। তিনবার বিবাহ বিচ্ছেদ হয়েছে শ্রাবন্তীর, যার ফলে অনেকেই তার বাবা-মার দিকেও নানান কটূক্তি তুলে ধরে। প্রত্যেকেই জানায় মেয়েকে কেন কিছু বলে না তার বাবা-মা! সম্প্রতি এরই উত্তর উঠে এলো সোশ্যাল মিডিয়ার পাতায়।

শ্রাবন্তীর মা-বাবা তার অভিনেত্রী মেয়ের সম্পর্কে কি বলেন, তা অনেকেরই জানার ইচ্ছা! মেয়ের একাধিক সম্পর্ক নিয়ে কি প্রতিক্রিয়া হতে পারে তার বাবা-মায়ের ? এই নিয়েও নানান মন্তব্য উঠে আসে। সম্প্রতি এরকমই এক দৃশ্য দেখা গেল, যেখানে তার মা-বাবা তাকে নিয়ে কিছু কথা বলেছেন। কিছুদিন আগেই একটি পুরোনো রিয়েলিটি শো-এর কিছু দৃশ্য উঠে এসেছে নেট দুনিয়ায়; যেখানে দেখা গেছে শ্রাবন্তী তার বাবা-মাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন। সেখানেই মেয়েকে নিয়ে নানান মন্তব্য তারা জানিয়েছেন।

 

View this post on Instagram

 

Shared post on

2019 Women’s World Cup schedule, bracket, Carole Chazoule on TV

শ্রাবন্তী মাত্র ১৬ বছর বয়সেই বাবা-মার অমতে গিয়ে বিয়ে করেছিল পরিচালক রাজীবকে! তার এই বিয়ে মোটেই মেনে নিতে পারেনি তার বাবা-মা। তখন থেকেই মেয়ের সাথে রীতিমতো কথা বলা বন্ধ করে দিয়েছিল তারা আর এটাই ছিল শ্রাবন্তীর সব থেকে বড়ো শাস্তি! বাবা-মার থেকে সেই সময় অনেক দূরে সরে গিয়েছিল অভিনেত্রী। সেদিনও এই কথা মনে পড়তেই, তাদের সবার চোখে জল চলে আসে।

Advertisements