×
বিনোদন

‘ডিস্কো ড্যান্সার’ থেকে ‘কাবুলিওয়ালা’, নয়া অবতারে ধরা দেবেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Advertisements
Advertisements

বলিউড থেকে টলিউড এক ডাকে যে বাঙালি অভিনেতাকে সকলে চেনে, তিনি হলেন ‘মিঠুন চক্রবর্তী’ (Mithun Chakraborty)। এমনকি অমিতাভ বচ্চনকেও টেক্কা দেয় এই বাঙালি অভিনেতা, তা বলা বাহুল্য। শোনা যাচ্ছে এবার নাকি কাবুলিওয়ালার চরিত্রে সকলের কাছে ধরা দিতে চলেছেন এভারগ্রিন অভিনেতা।

Advertisements

বেশ কিছুদিন অভিনয় জীবন থেকে বিরতি নিয়েছিলেন তিনি। এরপরই ‘প্রজাপতি’ নামক সিনেমার মাধ্যমে আবারো তাকে দেখা যায়। সেই সিনেমা ব্যাপক সাফল্য লাভ করে বক্স অফিসে। শোনা যাচ্ছে আগামী দিনের পরিচালক সুমন ঘোষের তৈরি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অনুসারে, কাবুলিওয়ালা চরিত্রে দেখা যাবে তাকে।

সকলের জন্যই বেশ চমক থাকতে চলেছে এই সিনেমার মাধ্যমে। কলকাতা এবং লাদাখে ইতিমধ্যেই শুটিংয়ের স্থান ঠিক করে ফেলা হয়েছে। কিছু অংশ নাকি আফগানিস্তানেও শুট হতে পারে। এছাড়া এই সিনেমার প্রযোজনায় রয়েছে এসভিএফ। প্রায় ১১ বছর পরেই আবারো সুমন ঘোষের সঙ্গে কাজ করতে চলেছেন মিঠুন চক্রবর্তী।

এর আগে এসভিএফের পরিচালিত ‘রকি’ সিনেমাতেও এর আগে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। এই ছবিতে নিজের বড় পুত্রর সাথে অভিনয় করেছিলেন তিনি। যদিও সেই সিনেমা সেরকম সাফল্য অর্জন করতে পারেনি। আপাতত সবাই আগামী দিনে কাবুলিওয়ালা চরিত্রে তাকে দেখার জন্য অপেক্ষারত।

Advertisements