বিশ্ব সুন্দরীর মুকুট চুরি করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া! বিস্ফোরক তথ্য ফাঁস হলো নেটদুনিয়ায়

বলিউডের (Bollywood) অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘প্রিয়াঙ্কা চোপড়া’ (Priyanka Chopra); ২০০০ সালে মিস ওয়ার্ল্ডের শিরোপা পেয়েছিলেন অভিনেত্রী। তবে শোনা যায়, এই খেতাব নাকি সম্পূর্ণভাবে ‘গট আপ’-এর দ্বারা পেয়েছিলেন তিনি! মিস ইউএসএ প্রতিযোগিতার বিতর্কে সম্প্রতি বিউটি প্যাজেন্ট নিয়ে একটা তদন্তের দাবি করা হয়েছে, যেখানে লেইলানি একটি ভিডিও বানিয়ে ২০০০ সালে প্রিয়াঙ্কা চোপড়ার বিশ্বসুন্দরী হওয়ার কথা মনে করিয়ে দেন।
View this post on Instagram
লেইলানিরের কথা অনুযায়ী, সেই সময় প্রিয়াঙ্কাকে অধিক প্রাধান্য দেওয়া হতো। তার ঘরে খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে, ডিজাইনার পোশাক পর্যন্ত তৈরি করে দেওয়া হতো! সংবাদপত্রের প্রিয়াঙ্কার বড় করে ছবি বেরোলো, বাকি প্রতিযোগিদের ছবি থাকতো স্বল্প জায়গা জুড়ে। তিনি দাবি করেছেন, প্রিয়াঙ্কা নাকি মিস ওয়ার্ল্ড হবার যোগ্যই ছিলেন না!
View this post on Instagram
তাদের দাবি অনুযায়ী ১৯৯৯ এবং ২০০০ সালে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার স্পনসর ছিল ভারতীয় টিভি চ্যানেল; তাই এই দুই সালে মিস ইন্ডিয়াই মিস ওয়ার্ল্ডের খেতাব পেয়েছে। কিন্তু ২২ বছর পরে এরূপ তথ্য উঠে আসায়, ভারতীয় নেটসাজেরা খুবই ক্ষুব্দ্ধ হয়েছে! তারা জানিয়েছে কেন বিতর্ক তৈরি করছে প্রাক্তন মিস বার্বাডোজ? প্রিয়াঙ্কা নাকি প্রশ্ন-উত্তর কালে মাদার টেরেজাকে জীবিত ব্যক্তিত্ব বলা ছাড়া, বাকি সব রাউন্ডে সঠিক উত্তর দিয়ে দুর্দান্ত পারফরমেন্সের দ্বারাই এই শিরোপা ছিনিয়ে নিয়েছিলেন।