প্রসেনজিতকে ভুলে অবশেষে আবার বিয়ের পিঁড়িতে বসছেন দেবশ্রী!

বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘দেবশ্রী রায়’ (Debashree Ray)। ৯০ দশক থেকে শুরু করে বর্তমান সময়কাল পর্যন্ত তার অভিনয় দক্ষতায় মুগ্ধ অনুরাগী মহল। বর্তমানে অবশ্য অভিনয় জগত থেকে বেশ কিছুটা দূরে রয়েছেন তিনি। কিছুদিন আগে ‘সর্বজয়া’ নামক এক ধারাবাহিকে অবশ্য তার দেখা মিলেছিল। টলি পাড়ায় কান পাতলেই শোনা যায়, প্রসেনজিৎ ও দেবশ্রীর সম্পর্কের গুঞ্জন।
কিছুদিন আগেই তাকে দেখা গিয়েছিল জি বাংলার জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো, ডান্স বাংলা ডান্সের অতিথির আসনে। সেখানে মহাগুরু মিঠুন চক্রবর্তীর সাথে ‘জানা-অজানা’ গানে পা মিলিয়েছিলেন দেবশ্রী। স্মৃতিচারণ করেছিলেন ‘ত্রয়ী’ সিনেমার। সেখানেই জানা গেল, আবারো নতুন করে এই বয়সে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।
সকলের মনে এই ব্যাপারে প্রশ্ন জেগেছে! পাত্র অত্যন্ত রোগা চেহারার, নাম ‘খাটিয়া কুমার’। আসলে তিনি আর কেউ নন, ডান্স বাংলা ডান্সের দুষ্টু-মিষ্টি ভূত। ইতিমধ্যে দেবশ্রী তার ক্রাশ হয়ে উঠেছে, তাই তিনি বিয়ের কার্ড ছাপিয়ে ফেলেছেন এবং সেখানে দেবশ্রীর নামও জুড়ে দিয়েছে।
তার বিয়ের যাবতীয় কিছু ঠিক করার জন্য দেবশ্রী দায়ভার দিয়েছেন মিঠুন চক্রবর্তীকে। অপরদিকে প্রাক্তন স্বামী প্রসেনজিৎ (Prasenjit Chattopadhyay) এ কথা শুনে বলেছে, অনেকগুলো বছর কেটে গেছে, তাই তারা এখন বন্ধু হতে পারে। যদিও দেবশ্রী ব্যাপারে কিছু বলেনি।