Thursday, December 9, 2021

বাড়ির ছাদে ‘আইলারে নয়া দামান’ গানে নেচে ভাইরাল পাঁচ সুন্দরী, দেখুন ভিডিও

সিলেটি গান ” নয়া দামান ” বেশ সাড়া জাগিয়েছে এই বঙ্গেও। এবার এই গানে নেচে তাক লাগিয়েছেন পাঁচ সুন্দরী যুবতী।তাদের সেই নাচে ভিউ হয়েছে ৪ লাখ। নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে এই অসামান্য নাচ।

বেশ কয়েকমাস ধরেই সোশ্যাল মিডিয়া সেনসেশন হলো এই সিলেটি গান। কেউ গেয়ে কেউ আবার নেচে, পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্যাস তারপর নেটিজেনদের নজরে আসলে আর ভালো লাগলেই ভাইরাল। হু হু করে শেয়ার এর বন্যা বয়ে যাবে। লাইক কমেন্ট তো থাকবেই। শুধু বাংলায় নয় এই সব মনমাতানো ভিডিও ছড়িয়ে পড়ছে ভিন রাজ্য থেকে দেশেও।

৫ সুন্দরী রমণী বয়স কুড়ির কাছাকাছি কিম্বা আরো কম। রঙিন শাড়ি পরে ছাদের উপর দুরন্ত গতিতে নাচলেন ‘নয়া দামান’ গানের ছন্দে। পাঁচ জনের পাঁচ রকম অঙ্গহেলনে মশগুল নেটবাসী। ‘নেহাস কিউটেনেস’ নামক একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল এই ভিডিও। তারপর থেকেই তুমুল ভাইরাল এই ভিডিও। বাড়ির ছাদের উপর এই নাচ করেছেন তারা।

করোনা আবহে একটু মজার খোরাক চান মানুষ। মুঠোফোনে বন্দি হয়েছে মানুষের জীবন। তবু কিছু ভালোলাগার রসদ মন ভরিয়ে তোলে আম জনতার। আর এরই সঙ্গে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পেয়েছে অনেকেই।

⚡ Trending News

আরও পড়ুন