‘আইলারে নয়া দামান’ গানে নেচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) পাঁচ সুন্দরী যুবতী। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে পাঁচ যুবতীর প্রত্যেকের পরণেই রয়েছে রংবেরঙের শাড়ি। প্রথমে দুজন মিলে নাচ শুরু করলেও পরে একে একে এসে একত্রিত হয় পাঁচ জন। বাড়ির ছাদের মধ্যে অসাধারণ ভঙ্গিমায় নেচে (Dance) তাঁরা মন জয় করে নিয়েছে সকলের।
দিনের পর দিন বাড়িতে থাকতে থাকতে মানুষ একটা সময় গিয়ে বোরিং হয়ে যাচ্ছে বৈকি। আর সেসময় নিজেকে কিছুটা আনন্দ দিতে নানান রকমের কার্যকলাপ করে। যা তাঁরা সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে সকলের সামনে তুলে ধরে। আর এই পাঁচ সুন্দরী যুবতীগণও তাঁদের এই নাচের (Dance) প্রতিভাকে ইউটিউব প্লাটফর্মের মাধ্যমে তুলে ধরেছে। সম্প্রতি তাঁদের এই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
