×
বিনোদন

বাবা সুপারস্টার মিঠুন তবুও পরিচালকদের দরজায় দরজায় ঘুরেও কাজ পাননি ছেলে মিমো!

Advertisements
Advertisements

জন্মসূত্রে বাঙালি হলেও আজ তাঁকে এক নামে চেনে গোটা বিশ্ব। বলিউডের সফল অভিনেতা তিনি। হ্যাঁ, তিনি ‘মিঠুন চক্রবর্তী’ (Mithun Chakraborty) বলিউডের ডিস্কো ড্যান্সার। তবে শুধু বলিউড নয় জীবন শুরু করেছিলেন বাংলা সিনেমা মৃগয়া দিয়ে। ছিপছিপে কালো চেহারা, অনেকেই বলেছিলেন কোনোদিন নায়ক হতে পারবে না সে, কারণ সেই রকম দেখতেই নয় মিঠুন।

Advertisements

তবে থেমে থাকেননি তিনি, বরং লড়ে গিয়েছেন তাই আজ ‘মিঠুন চক্রবর্তী’ (Mithun Chakraborty)মানেই সফল এবং অভিজ্ঞ অভিনেতা। তবে সাফল্য এত সহজে আসেনি তাঁর জীবনে। উত্তর কলকাতার গলিতে বেড়ে ওঠা, একটা সময় ট্রেনে ফাউন্টেন পেন বিক্রি করতেন। দরজায় দরজায় ঘুরতে হয়েছিল নায়ক হওয়ার জন্য।

তবে আজ গল্পটা তাঁকে নিয়ে নয়, বরং তাঁর ছেলে ‘মহাক্ষয় চক্রবর্তী’কে (Mahakkhay Chakraborty) নিয়ে। চিনতে অসুবিধা হলে বলে রাখি ‘মিমো চক্রবর্তী’র (Mimo Chakraborty) ভালো নাম মহাক্ষয়। লোকে বলে অভিনেতার ছেলে হলে নাকি সিনেমা জগতে পা রাখতে খুব একটা অসুবিধা হয় না।

তবে এ ক্ষেত্রে ব্যাপারটি একেবারেই উল্টো, নিজে সিনেমা তৈরি করেছেন প্রায় ১২টা কিন্তু একটাও বাণিজ্যিক ভাবে সফল হতে পারেনি। অন্যদিকে নায়কের জন্য অডিশন দিতে গেলে তাঁর ভেতরে ভয় কাজ করে। এ কথা অবশ্য মিমো নিজেই জানিয়েছেন সাক্ষাৎকারে। তবে ছেলের অভিনেতা না হওয়া নিয়ে আক্ষেপ নেই প্রবীণ অভিনেতার। ‘মিঠুন চক্রবর্তী’ (Mithun Chakraborty)এক সাক্ষাৎকারে বলেছেন, “মিমো চেষ্টা করছে তাতেই আমি গর্বিত। তাঁর কাজ সফল না হলেও আমি গর্বিত, বাবা হিসাবে যা করার আমি করবো। তবে তাঁকে অভিনেতা হওয়ার জন্য সাহায্য করবো না, যা করার তাঁকে নিজেকেই করতে হবে”।

Advertisements