‘বাবা খুব দুষ্টু’, দিদি নাম্বার ওয়ানের মঞ্চে একি বলে বসলো ফুগলা!

সোশ্যাল মিডিয়ার পাতায় ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে ছোট্ট ছেলে ‘ফুগলা’। তার নানান কর্মকাণ্ড ইতিমধ্যেই দর্শকদের জনপ্রিয় হয়ে উঠেছে। একসময় সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যেত একটি বাচ্চা ছেলে পড়তে বসতে চাইছে না আর তার শিক্ষিকা তাকে বকছে এবং সে কান্নাকাটি করছে। সেই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতেই, সেটি বেশ ভাইরাল হয়ে উঠেছিল।
এরপরই ফুগলার জনপ্রিয়তা পৌঁছে যায় পাহাড় চূড়ার সমান। SVF থেকেও নানা কাজে তাকে ডেকে পাঠানো হয়। এরই মাঝে মাকে নিয়ে সে উপস্থিত হল দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এবং আজব আজব কান্ড-কারখানা করে বসলেন।
এমনিতেই ফুগলাকে দেখলে সকলের হাসি পায়। এরই মাঝে মঞ্চে রচনা ব্যানার্জি তাকে নামতা জিজ্ঞেস করে কিন্তু সে জানায় এখনো নামতা শেখেনি, সবে একে চন্দ্র দুইয়ে পক্ষ এসবই শিখছে। তবে বেশ কিছু প্রশ্নের উত্তর সে দিতে পারেনি।
এরপর সে বলে, তার বাবা নাকি খুবই দুষ্টু কারণ তার বাবা যত লেখে তাকে লোকে ১০০ টাকা করে দিয়ে যায়। সে ভাবে যে তার মা হয়তো অশিক্ষিত আর সেই কারণে মায়ের কাছে একদমই পড়তে চায় না। বাবাকে অবশ্য খুবই ভালোবাসে ফুগলা কারণ তাকে আর তার বাবাকে একই রকম দেখতে।