জোর করে শাহরুখের পোশাক খুলে দিয়েছিলেন ফারহা খান!

বলিউডে শাহরুখ খান (Shahrukh khan) এবং ফারহা খানের (Farha khan) সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা সকলেরই জানা। ফারহা খান ছিলেন শাহরুখ খানের নৃত্য গুরু! শাহরুখ খান নিজের স্টাইলে নাচলেও, ফারহার সম্মতিতেই তার অভিনয় জীবনে সাফল্য এসেছে। যদিও ফারহা শাহরুখ খানের ডান্স স্টেপ বদলাতে পারেনি, তাও শাহরুখের জীবনের প্রতিটি পদক্ষেপে ছিল ফারহার সম্মতি। ‘ওম শান্তি ওম’ সিনেমায় শাহরুখ খান প্রযোজকের কাজে থাকলেও, শুটিং ফ্লোরে ফারহার কথাই ছিল শেষ কথা।
ওম শান্তি ওম সিনেমাতে সর্বপ্রথম শাহরুখ খানকে শার্ট খোলা অবস্থায় দেখেছিল দর্শকেরা। শাহরুখের তৈরি করা অ্যাবস-এর জন্যই ‘দর্দ-এ ডিস্কো’ গানটির মাধ্যমে অভিনয় জগতে সাফল্য লাভ করেছিলেন তিনি। জানা গেছিল ওম শান্তি ওম সিনেমাটার জন্য ফারহা খান রোজ শাহরুখ খানের শার্ট খুলে দেখতেন, তার সিক্স প্যাক বানানো হয়েছে কিনা। ওই সিনেমাতে শাহরুখ খানের সিক্স প্যাক বডিই হাউসফুল করে তুলেছিল প্রতিটি প্রেক্ষাগৃহ! এমনকি সিনেমার শুটিং চলাকালীন শাহরুখ খানের রেহাই ছিল না, শুটিংয়ের ফাঁকে ফাঁকে তাকে দিয়ে ওয়ার্ক আউট করাতো ফারহা।
View this post on Instagram
পরবর্তী বছরে আসতে চলেছে শাহরুখ খান অভিনীত ছবি ‘পাঠান’। শেষ ছবির ‘জিরো’ বক্স অফিসে ব্যাপক ফ্লপ করেছিল। তাই পাঠান ছবির দিকে রীতিমতো তাকিয়ে আছেন অভিনেতা! আর এই ছবির এক দৃশ্যই ধরা পড়লো এবার শুটিং ফ্লোরে। সেখানে তাকে দেখা গেছে, আবারও ‘ওম শান্তি ওম’-এর শাহরুখ খানের মতনই শার্ট খোলা অবস্থায়। যে ছবিটি দর্শকদের বেশ চমকিত করেছে।