×
বিনোদন

উন্মুক্ত শরীরের ভাঁজে সবুজ লকেট, মিমির হট লুকে ঘায়েল অনুরাগীরা

Advertisements
Advertisements

বাংলা ইন্ডাস্ট্রির সুন্দরী অভিনেত্রীদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ‘মিমি চক্রবর্তী’ (Mimi Chakraborty)। একাধিক হিট ছবি সে বাংলাকে উপহার দিয়েছে। এর পাশাপাশি রাজনীতিও সামলাচ্ছেন সমানভাবে। বর্তমানে যাদবপুরের মতো জায়গায় লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি। স্বাভাবিকভাবেই তার দায়িত্ব অনেক।

Advertisements

এইসবের পাশাপাশি সর্বদাই অনুরাগীদের কাছাকাছি থাকতে পছন্দ করেন অভিনেত্রী আর সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় থাকেন অ্যাক্টিভ। কখনো ট্র্যাডিশনাল লুকে কখনো বা ওয়েস্টার্ন লুকে সকলের নজর কাড়েন তিনি। এবার একেবারে ভিন্ন সাজে তিনি হাজির হলেন সকলের সামনে।

সম্প্রতি মিমির আপলোড করা ছবিগুলিতে তাকে দেখা গেছে একেবারে ট্রাডিশনাল সাজে। তবে এরই মধ্যে আধুনিকতাও ধরে রেখেছিলেন অভিনেত্রী। তার পরনে ছিল একটি হালকা সবুজ রঙের স্লিভলেস সালোয়ার কামিজ। গোটা চুড়িদার জুড়ে ছিল চুমকি এবং এমব্রয়ডারির কাজ করা। এর সাথে গলায় নিয়েছিলেন সরু ওড়না। পোশাকটি ডিপনেক হওয়ার কারণে তার বক্ষ খাঁজ ছিলো উন্মুক্ত। এর সাথে ম্যাচিং করে কানের দুল এবং নেকলেস পরেছিলেন অভিনেত্রী, মুখে ছিল মানানসই মেকআপ।

 

View this post on Instagram

 

Shared post on

Considering E Arthur Brown rhealin könyvei, Inc? See all 26 reviews, insights and star ratings from But I failed to insert the coupon code to get the discount.

তার সাজের সাথে তার সৌন্দর্য যেন ঠিকরে বেরিয়ে আসছিল। দুধ সাদৃ দেওয়ালে হেলান দিয়ে বেশ কিছু পোজে ছবি তুলেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই তার এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে উঠেছে। অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে তুলেছে ছবির কমেন্ট বক্স।

Advertisements