×
বিনোদন

আত্মহত্যা করতে চেয়েছিলেন বিখ্যাত কমেডিয়ান কপিল শর্মা, চওড়া হাসির আড়ালে লুকিয়ে অজস্র যন্ত্রণা

Advertisements
Advertisements

বলিপাড়ার এক অতি জনপ্রিয় কমেডিয়ান তারকা ‘কপিল শর্মা’ (Kapil sharma)।ক্যামেরার সামনে সকলের মুখে হাসি ফোটানোতে তার জুড়ি মেলা ভার! তার মনোরঞ্জনকর উপস্থাপনা সকলেরই নজরকারে। এর পাশাপাশি বিলাসবহুল জীবনযাপন করেন তিনি।

Advertisements

তবে ক্যামেরার সামনে থাকা তার মুখের চওড়া হাসির পিছনে যে কতটা কষ্ট লুকিয়ে আছে, তা হয়তো অনেকেই জানে না। দর্শকদের একাংশের ধারণা থাকে ক্যামেরার সামনে কমেডিয়ান রূপে যারা কাজ করেন, তাদের জীবনে হয়তো দুঃখ-কষ্ট কিছুই নেই। আসলে সেরকমটা একদম না! সেটা কপিল শর্মা কাহিনী দিয়েই প্রমাণিত হলো।

২০১৭ সালে মুক্তি পেয়েছিল কপিল শর্মা অভিনীত ছবি ‘কিস কিস কো প্যায়ার কারু’। সেই ছবি বক্স অফিসে সেরকম সারা ফেলতে পারেনি। এরপর হিন্দি ধারাবাহিকের অভিনেতা সুনীল গ্রোভারের সাথে বচসায় জড়িয়ে পড়েছিলেন কমেডিয়ান তারকা। এরপর থেকেই তার জীবনে চরম মানসিক অবসাদ নেমে আসে। দুই কামরার একটি ফ্লাটে থাকতে থাকতে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিয়েছিলেন তিনি।

সম্প্রতি ‘জিগাটো’ ছবির প্রচারে এসে এইসব কথা তুলে ধরেছেন অভিনেতা। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে, শুধু এখন নয় ছোটবেলাতেও তার এরূপ মানসিক অবসাদগ্রস্থ রোগ ছিল। কিন্তু তার বাড়িতে এসব কিছু বুঝতো না যার ফলে দীর্ঘদিন একা একা এই রোগের সাথে লড়াই করতে হয়েছে তাকে।

Advertisements