×
বিনোদন

পাতলা ফিনফিনে শাড়িতে এভারগ্রীন কাজল, ছবি দেখে ঘুম উড়লো অনুরাগীদের

Advertisements
Advertisements

টলিপাড়ার এভারগ্রীন অভিনেত্রী ‘কাজল’ (kajol)। ৯০ দশক থেকে তার অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি মুগ্ধ করে আসছেন দর্শকদের। বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের সাথে পাল্লা দিয়ে, এখনো পর্যন্ত তার অভিনয় দক্ষতা সমান ভাবে রয়ে গেছে।

Advertisements

গত বছরই মুক্তি পেয়েছে কাজল অভিনিত ‘সালাম ভেঙ্কি’। এই ছবিতে বিশাল জেঠওয়ার সাথে অভিনয় করেছেন তিনি। তার মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে কাজলকে। যদিও বর্তমানে খুব একটা বেশি অভিনয় করেন না তিনি।

কিছুদিন আগেই তাকে দেখা গিয়েছিল সিদ্ধার্থ এবং কিয়ারার রিসেপশনে স্বামী অজয় দেবগনের সাথে। বলিউডের বেশ কিছু তারকাদের হাট বসেছিল সেদিন আর সেখানেই কাজলের পোশাক পাপারাতজিদের ক্যামেরায় বিশেষভাবেই নজর কেড়েছিল । ক্যামেরার সামনে এসেই হাসিমুখে পোজ দিয়েছিলেন তারা দুজনে। এই দিন সন্ধ্যায় কাজল পরেছিলেন একটি সিলভার হোয়াইট রঙের সিকুয়েন্সের শাড়ি। তার সাথে নীল, কালো এবং সিলভার রঙের এমব্রয়ডারি করা স্টোন স্টাডেড স্লিভলেস ব্লাউজ। ব্লাউজটি ডিপ নেক হলেও, শাড়ির দ্বারা তার ক্লিভেজ ঢেকে রেখেছিলেন কাজল। এর সাথে কানে পরেছিলেন সিলভার ইয়ারিং, হাতে ছিল ব্রেসলেট। মেকাপের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছিল স্মোকি আই।

 

View this post on Instagram

 

Shared post on

MUTV | Subscribe to Unternehmen in Oberalm Man Utd TV or Stream Online

তার এই সাজ ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। যদিও রিসেপশনের পার্টিতে পৌঁছানোর আগেই, নিজের ফটোশুট সেরে ফেলেছিলেন অভিনেত্রী আর ইনস্টাগ্রামের পাতায় সকলের সাথে এটা ভাগও করে নিয়েছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, বিয়ে বাড়িতে যাওয়ার আগের ছবি কেউ কখনো দেখেছেন!

Advertisements