×
বিনোদন

ফের বিয়ে নিয়ে কটাক্ষ শ্রাবন্তীকে, আবার কি করে বসলেন অভিনেত্রী!

Advertisements
Advertisements

টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (Shrabanti Chattopadhyay)। তার অভিনয় জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সবকিছুই থাকেই চর্চার কেন্দ্র বিন্দুতে। বর্তমানে অবশ্য ছবি নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন তিনি। আগামী ২০ শে জানুয়ারি মুক্তি পাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘কাবেরীর অন্তর্ধান’; যেখানে ‘কাবেরী’ অর্থাৎ মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। তবে এই ভালো কাজের আগেই আবারও তার দিকে ছোঁড়া হলো নানান কটাক্ষ মূলক মন্তব্য।

Advertisements

তবে তার সব পোস্ট নিয়েই মোটামুটি হাসিঠাট্টা হয়েই থাকে। নেটপাড়ায় সকলেই যেন মুখিয়ে থাকে শ্রাবন্তীর একটি পোস্ট নিয়ে আর তারপরেই শুরু হয় তাকে ঘিরে নানান কাটাছেঁড়া। এবার বন্ধুর বিয়েতে হাজির হয়েছিলেন অভিনেত্রী আর সেখানেও তার ছবি নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না দর্শকরা। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতেই সেখানে ঝড়ের বেগে বয়ে আসে নানা নেতিবাচক মন্তব্য! একজন তাকে বলে, “১৭ নম্বর বিয়ের প্রস্তুতি” এর পাশাপাশি আরেক ব্যক্তি লেখেন, “নাতি-নাতনিদের সঙ্গে বিয়ে হবে”। কেউ আবার লেখে, “প্রজাপতি বসলে বিয়ে, ফড়িং বসলে প্রেম। আমার তো মশা বসেছিল এবার কি হবে?”

বন্ধুর বিয়েতে অবশ্য বিয়ের চেয়ারেই বসেছিলেন তিনি। একটি লাল শাড়ি পড়েছিলেন তাকে দেখতেও খুব সুন্দর লাগছিল। সে কারণে অনেকেই অবশ্য তার রূপের প্রশংসাও করেছে। বিয়ে বাড়ির সাজেই প্রায় মোহময়ী রূপে ধরা দিয়েছিলেন তিনি।

 

View this post on Instagram

 

Shared post on

তবে এই পোস্টে সব থেকে বেশি নজর কেড়েছে যেটি, তা হল শ্রাবন্তীর ভুল আর শ্রাবন্তীর এই ভুলটিকেই ধরতে পেরেছে এক নেটবাসী। তিনি লিখেছেন, “বছর হলে Year হয় আর বন্ধু হলে Yaar” এই সামান্য বানান ঠিক করে লিখতে পারেন না! তবে অভিনেত্রী অবশ্য দেরি করেনি তখন আর নিজের ভুল শুধরে নিয়েছেন সঠিক বানান দিয়ে।

Advertisements