Wednesday, December 1, 2021

শ্রাবন্তী থেকে নুসরত, দেখে নেওয়া যাক সিনেমা পাড়ার নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা

টলি অভিনেত্রী দের নিয়ে চর্চা সবসময়ই তুঙ্গে, দর্শকের সবসময়ই কৌতুহল থাকে তাদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি তাদের শিক্ষাগত দিকেও। অনেকেই জানতে চান কোন অভিনেত্রী কত দূর অব্দি পড়াশোনা করেছেন। আজকে আলোচনা করা হবে সেই সব ই কিছু অজানা কথা।

জেনে নেয়া যাক কোন অভিনেত্রীর শিক্ষাগত যোগ্যতা কতদূর –

Education Qualification

১. শ্রাবন্তী চ্যাটার্জী – সারদা বিদ্যাপীঠ স্কুল থেকে মাধ্যমিক পাস করেছেন অভিনেত্রী। বর্তমানে ভারতের জনতা পার্টির সদস্য তিনি।

Education Qualification

২. স্বস্তিকা মুখোপাধ্যায়- যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস স্নাতক তিনি।

Education Qualification

৩. শুভশ্রী গাঙ্গুলী- লখনৌ এর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে তথ্যপ্রযুক্তিতে স্নাতকোত্তর পড়াশোনা করেছেন তিনি।

Education Qualification

৪. কোয়েল মল্লিক- গোখেল মেমোরিয়াল কলেজ থেকে ফিজিওলজিতে স্নাতক ডিগ্রি লাভ করেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক।

Education Qualification

৫. পায়েল সরকার- যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক। গত বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র ছিলেন তিনি।

Education Qualification

৬. মিমি চক্রবর্তী – আশুতোষ কলেজ থেকে সাংসদ অভিনেত্রী বিএ স্নাতক ডিগ্রী পাস করেছেন।

Education Qualification

৭. পাওলি দাম- কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রাজাবাজার সাইন্স কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর পড়াশোনা করেছেন।

Education Qualification

৮. রুক্মিণী মৈত্র- কলকাতার লরেটো কলেজ থেকে এমবিএ পড়েছেন।

Education Qualification

৯. ঋতুপর্ণা সেনগুপ্ত- লেডি ব্রেবোর্ন কলেজ থেকে ইতিহাস স্নাতক অভিনেত্রী।

Education Qualification

১০. নুসরাত জাহান- ভবানীপুর কলেজ থেকে অনার্স পাশ করেছেন তিনি। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক জগতের সাথে যুক্ত রয়েছেন।

⚡ Trending News

আরও পড়ুন