Dolon Roy: দীপঙ্করের সন্তানের মা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন দোলন!

তারকা জুটিদের নিয়ে চর্চা অভিনয় জগতে নতুন কোন বিষয় নয়। এই তালিকা থেকে বাদ যায় না নজরকাড়া জুটি ‘দীপঙ্কর দে’ (Dipankar Dey) এবং ‘দোলন রায়’ (Dolom Roy)। প্রথমে প্রেম তারপরে সাত পাকে বাঁধা পড়েন এই বিতর্কিত জুটি। তবে দর্শকমহলকে অবাক করে তোলে দীপঙ্করদের বয়স! তাদের দুজনের মধ্যে বয়সের এতটাই যে, অনেকে বাবা-মেয়ে বলেও তুলনা টানে তাদের। যদিও এই সবে খুব একটা পাত্তা দেন না তারা দুজনে। নিজেদের মতন করে দাম্পত্য জীবন চুটিয়ে কাটান! তবে এবার তাদের দাম্পত্য জীবনের ইচ্ছা সম্পর্কে মুখ খুললেন অভিনেত্রী ‘দোলন রায়’।
দীপঙ্কর দের বর্তমান বয়স ‘৭৫’ বছর, ওই দিকে দোলোন রায়ের বয়স ‘৪৯’। প্রায় ২৫ বছরের পার্থক্য রয়েছে তাদের দুজনের মধ্যে। তবুও মনের মিল কিন্তু বর্তমান! ক্যামেরার সামনে হোক বা ক্যামেরার পিছনে, সব সময় তাদের খোলামেলা রোমান্স দেখতে পায় দর্শকমহল। ২০২০ সালে ১৬ই জানুয়ারি তারা বিয়ে করেছিলেন। কিছুদিন আগে তাদের তিন বছরের বিবাহ বার্ষিকী পালন করেছেন।
জি বাংলায় ‘শাশ্বত চট্টোপাধ্যায়’ পরিচালিত টক শো অপুর সংসারে এসেছিলেন এই দুই তারকা জুটি। এখানে এসে তাদের প্রেম থেকে বিয়ে পর্যন্ত গোটা জার্নিটাই তারা বিস্তারিত জানিয়েছিলেন সকলকে। তাদের যে কি কি শুনতে হয়েছে, সে সম্পর্কেও তারা জানিয়েছিলেন। এরই মাঝে দোলন তার একটি সুপ্ত বাসনার কথাও জানিয়েছিলেন।
View this post on Instagram
দোলন রায় বলেছিলেন, তার খুব মা হওয়ার ইচ্ছা, তিনি মা হতে চান! যদিও এই বয়সে এসে এইরূপ ইচ্ছা থাকাটা খুবই কঠিন, তাও তিনি মা হতে চান। তিনি মেয়ের মাই হতে চান বলে জানিয়েছিলেন। তিনি এও বলেছিলেন, তিনি তার মায়ের খুব কাছের। তার মায়ের বয়স হয়ে যাচ্ছে, সব কথা ভাগ করা যায় না। সে ক্ষেত্রে তার একটি মেয়ে হলে বন্ধুর মতন মেশা যাবে এবং মনের কথা খুলে বলা যেত। এরপরে চোখে জল চলে আসে অভিনেত্রীর।